Friday, April 2, 2021

গোকুলে বাড়িছে সে

(একটা গান লিখলাম। এখন সমস্যা হল লিখতে পারি, কিন্তু গাইতে পারি না। Mahanam Brata Deep,  Will you try?)
তোমারে বধিবে যে, গোকুলে বাড়িছে সে-
একথা বুঝেও কেন বোঝ না।
না বুঝিয়া হালচাল 
কুমির  আনতে কাট খাল;
মতিগতি বোঝা তোমার দায়।
ও বন্ধু, বুঝবে যেদিন থাকবে না উপায়।
ও বন্ধু, সেদিন তুমি হবে অসহায়।
ও বন্ধু, বুঝবে যেদিন থাকবে না উপায়।। 

তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে-
একথা বুঝেও কেন বোঝ না।
কাছের মানুষ দূরে রাখ,
দূরের মানুষ কাছে ডাক।
বিবেক তোমার কোন পথে যে যায়!
ও বন্ধু, বুঝবে যেদিন থাকবে না উপায়।
ও বন্ধু, সেদিন তুমি হবে  অসহায়।
ও বন্ধু, বুঝবে যেদিন থাকবে না উপায়।। 

তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে-
একথা বুঝেও কেন বোঝ না।
আল বোরহান ভাবিয়া কয়
যা দেখ সব সত্য নয়।
চোখের ছানি মারিবে তোমায়।
ও বন্ধু, বুঝবে যেদিন থাকবে না উপায়।
ও বন্ধু, সেদিন তুমি হবে  অসহায়।
ও বন্ধু, বুঝবে যেদিন থাকবে না উপায়।।

Related Posts:

  • ঘুম ভাঙা মাঝরাত ঘুম ভাঙা মাঝরাত স্মরণীয় হয়ে থাককবিতার সাবলীল ছন্দে;জাগিয়া গেলাম কি ঘুমন্ত মগজেরনানাবিধ চিন্তার দ্বন্দে?পৃথিবী ঘুমিয়ে আছে,আমি শুধু ভাবছিএত দিনে ঘটল কী প্রাপ্তি,কত দিন ধরনীর আলো আর বাতাসেরবে এই জীবনের ব্যাপ্তি।তিলে তিলে গড়া মোর… Read More
  • পরশ্রীকাতরতা পরশ্রীকাতরতা তোমাদের সম্পদে বাড়ে মোর লোভ;বঞ্চিত হয়ে শুধু মনে জাগে ক্ষোভ।তোমাদের রোশনিতে মুখ করি ভার, মনে হয় এই আমার আরও দরকার। গোপন এক আগুনে পুড়ে হই ছাই।তুলনায় হেরে গিয়ে মনে ব্যথা পাই। এত কিছু একা একা কেন কর ভোগ?এই আমার তরে ক… Read More
  • কী ঋন দেশের কাছেদেশ তোমাকে যতটা দিয়েছে,ফেরত দিয়েছ কত তার?কোথায়, কবে নজির রেখেছদেশের জন্য সততার? দেশকে ভাঙিয়ে বানিয়েছ টাকা,টাকা ভাঙিয়ে সুখ;টাকার বালিতে উটপাখি হয়েগুঁজে রেখেছ মুখ।দেশটা বানায় মাশরাফি আরসাকিব যত আছে।সাকিবেরা তবু ভুলে যায় সদাকী ঋ… Read More
  • দিবসের অজুহাতভালোবাসিতে লাগে কি হায় দিবসের অজুহাত?ভালোবাসা বয়ে আনে  প্রতিটি রাঙা প্রভাত।যে বাবার কাঁধে চড়ে শৈশব হল পার,ভালোবাসা দিতে তাঁকে দিবস কি লাগে আর?যে মায়ের ভালোবাসা জঠরেই বাড়ে রোজ,বিশেষ দিবসে আমি নেব শুধু তাঁর খোঁজ? যে প্রিয়া হৃদয়… Read More
  • Senior Scaleখাতা ভরে লিখিয়াছি প্রেসক্রিপশন,হাবিজাবি নানারূপ ডেসক্রিপশন।কলমের কালি শেষ গোটা তিন চার।টয়লেটে গিয়েছি মোটে একবার।বিভিন্ন আঙ্গিকে সাজিয়েছি লেখা।তথ্যের সূত্র খোয়াবে যে দেখা!মনীষীর বাণী আমি বানিয়েছি নিজে;কথা বানাতে মোর ভালো লাগে … Read More

0 comments:

Post a Comment