(একটা গান লিখলাম। এখন সমস্যা হল লিখতে পারি, কিন্তু গাইতে পারি না। Mahanam Brata Deep, Will you try?)
তোমারে বধিবে যে, গোকুলে বাড়িছে সে-
একথা বুঝেও কেন বোঝ না।
না বুঝিয়া হালচাল
কুমির আনতে কাট খাল;
মতিগতি বোঝা তোমার দায়।
ও বন্ধু, বুঝবে যেদিন থাকবে না উপায়।
ও বন্ধু, সেদিন তুমি হবে অসহায়।
ও বন্ধু, বুঝবে যেদিন থাকবে না উপায়।।
তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে-
একথা বুঝেও কেন বোঝ না।
কাছের মানুষ দূরে রাখ,
দূরের মানুষ কাছে ডাক।
বিবেক তোমার কোন পথে যে যায়!
ও বন্ধু, বুঝবে যেদিন থাকবে না উপায়।
ও বন্ধু, সেদিন তুমি হবে অসহায়।
ও বন্ধু, বুঝবে যেদিন থাকবে না উপায়।।
তোমারে বধিবে যে গোকুলে বাড়িছে সে-
একথা বুঝেও কেন বোঝ না।
আল বোরহান ভাবিয়া কয়
যা দেখ সব সত্য নয়।
চোখের ছানি মারিবে তোমায়।
ও বন্ধু, বুঝবে যেদিন থাকবে না উপায়।
ও বন্ধু, সেদিন তুমি হবে অসহায়।
ও বন্ধু, বুঝবে যেদিন থাকবে না উপায়।।
0 comments:
Post a Comment