খবরে প্রকাশ, বিজ্ঞপ্তি দিয়েও বাংলাদেশে বিজ্ঞানী পাওয়া যাচ্ছে না।বিজ্ঞানী – আল বোরহানএসপি, ডিসি, প্রশাসকের সোনার বাংলাদেশেজগদীশ আর সত্যেন বোসরা কোথায় গেল ভেসে?ঢাবির কাছে জিজ্ঞাসিলাম, বিজ্ঞানী কি আছে?বলল রেগে, "বিজ্ঞানী কি ধরবে মোদের গাছে?"বললো কেঁদে জাবি, চবি, বুয়েট এবং রাবি,"কোথায় পাব বিজ্ঞানী আজ নয়ন জলে ভাবি।"খুঁজতে খুঁজতে চলে গেলাম দেশের মেডিকেলে,"ডাক্তার কি বিজ্ঞানী হয়? - কোথায় এসব পেলে!"ব্যর্থ...