Saturday, October 29, 2022

বিজ্ঞানী না নিয়ে আমি ঘরকে যাব না

খবরে প্রকাশ, বিজ্ঞপ্তি দিয়েও বাংলাদেশে বিজ্ঞানী পাওয়া যাচ্ছে না।

বিজ্ঞানী 
– আল বোরহান

এসপি,  ডিসি, প্রশাসকের সোনার বাংলাদেশে
জগদীশ আর সত্যেন বোসরা কোথায় গেল ভেসে?
ঢাবির কাছে জিজ্ঞাসিলাম, বিজ্ঞানী কি আছে?
বলল রেগে, "বিজ্ঞানী কি ধরবে মোদের গাছে?"
বললো কেঁদে জাবি, চবি, বুয়েট এবং রাবি,
"কোথায় পাব বিজ্ঞানী আজ নয়ন জলে ভাবি।"

খুঁজতে খুঁজতে চলে গেলাম দেশের মেডিকেলে,
"ডাক্তার কি বিজ্ঞানী হয়? - কোথায় এসব পেলে!"
ব্যর্থ হয়েও আশায় থাকি, দেখ না খুঁজে ভাই-
বিজ্ঞানী এক নিয়ে আমি ঘরকে যেতে চাই।

"কোথায় পাবো  বিজ্ঞানী আজ এত পদের ভীড়ে?
ঘরের ছেলে এবার তুমি যাওনা ঘরে ফিরে।
ইঞ্জিনিয়ার দিতে পারি, চিকিৎসকও পাবে,
চাইলে হাজার কর্মকর্তা তোমার ঘরে যাবে।"
এই বলিয়া ভাইটি আমার বিরক্ত হয় খুব;
বিসিএসের বই সাগরে তারপরে দেয় ডুব।
দিনের শেষে রাত্রি এলো, ফের বাড়ালাম পা,
বিজ্ঞানী না নিয়ে আমি  ঘরকে যাবো না।
(আল মাহমুদের 'নোলক' অবলম্বনে)

Related Posts:

  • অপূর্ণ থাকি তোমার অভাবে আমি অপূর্ণ থাকি, তিলের অভাবে যেভাবে অপূর্ণ থাকে প্রিয়দর্শিনীর মুখ।… Read More
  •  আয় যদি নদী হয়, ব্যয় হচ্ছে সাগর। নদীর মত আয়ও ব্যয় নামক সাগরে মিলিত হয়ে অচিরেই নিজের অস্তিত্ব হারায়।… Read More
  • যে জন উল্লেখ ছাড়া কপি মারে বাণীসে জনের দৈন্য দেখে চোখে আসে পানি। … Read More
  • শহরের কংক্রিটে একটি গোলাপপারবে কি ছড়াতে সৌরভ তার?নাকি প্রাণহীন কাঠামোর প্রান্তে পড়েনিভৃতে একাকী মেনে নেবে হার?… Read More
  • অভিনয় এই যে তুমি অযথা খুবদেখিয়ে বেড়াও টাকার গরম,অশ্লীল কাজ করার পরও দেখিয়ে বেড়াও লজ্জা-শরম;এই যে তুমি সেলফিতে খুবপ্রাণ খোলা এক হাসি দেখাও,প্রিয় জনের বুকে হঠাৎ ছবির পোজে মাথা ঠেকাও;এই যে তুমি খুব দরদী,গরীব লোকের অধিক আপন,অসহায়… Read More

0 comments:

Post a Comment