ক্ষেপা বাউল :
ভালোবাসা মরে যায়
মুগ্ধতা মরে না
মুগ্ধ প্রেমিক তাই
ভালোবাসা করে না..
Al Borhan :
নিঃশ্বাসে প্রতিবার
মুগ্ধতা টানে সে/না জানি কত
প্রাণে হাহাকার আনে সে
ক্ষেপা বাউল :
গোপনে হৃদয়ে নীল
ছুড়ি হানে সে..
Al Borhan :
কত চাওয়া গত হয়
সে কথা কি জানে সে?
ক্ষেপা বাউল :
জানলে তো হৃদয়ের
থাকতো এইখানে সে!
Al Borhan :
চোখে থাকে কথামালা,
বোঝে না তো মানে সে
ক্ষেপা বাউল :
বেকুবের মত
খালি দেখে বামে ডানে সে..
Al Borhan :
দৃষ্টি মেলে ধরে সুদূরের পানে সে/
মাতে নাকো একবারও আমাদের
গানে সে
ক্ষেপা বাউল :
মাতে নাকো জোৎস্নার
রূপালী স্নানে সে..
Al Borhan :
না হতে খাঁচার
পাখি থাকে সাবধানে সে/
ভাসে না তো সস্তা পিরিতের
বানে সে
ক্ষেপা বাউল:
মুগ্ধ হয় না ভয়ে গোলাপের
ঘ্রাণে সে..
Al Borhan:
কষ্টের খোসা ঝেড়ে স্বপ্ন
ভানে সে/ফোটায় শতফুল শক্ত
শানে সে
ক্ষেপা বাউল :
বসে থাকে একা দিবসের
অবসানে সে
Al Borhan:
"এই বার থেমে যাও " -
বলে কানে কানে সে
ক্ষেপা বাউল:
যদিও ব্যপক মজা পায় শেষ
দানে সে..