Wednesday, August 5, 2015

আমার পায়ের তলার শক্ত মাটি
যাচ্ছে দূরে সরে ;
মরিয়া বাঁচিতাম আমি ,
বেঁচেও আছি মরে।
আমার পর হলো সব আপনজনে,
পর হলো নিজ দেহ,
পর হলো দশ টাকায় কেনা
মনভোলানোর স্নেহ।

Related Posts:

  • মানানসই (মীনাক্ষী দাস)তুমি বললে পাহাড় কিনে দেবে-আমি বললাম -"কিসের প্রয়োজনে?একটা পাথর কুড়িয়ে আন যদি,সাজিয়ে রাখব ঠাকুর সিংহাসনে।"হঠাৎ তোমার বাগান কেনার শখ-হেসে বললাম - "খরচ কর বুঝে,একটা বরং গোলাপ কিনে এনেনীজ হাতে খোপায় দিও গুঁজে।"সেদিন বললে বি… Read More
  • বেশরম মেয়েলোকযত বড় ঠ্যাং নয়, তত বড়  কাজটা ;বেশরম মেয়েলোক গোল দেয় পাঁচটা! হাফ প্যান্ট পরলেই পেলে হওয়া যায় কি? ভালো ঘর, বর ছাড়া মা -বাবা চায় কি? ভালো ঘর, ভালো বর,  টুকটুকে বাচ্চা -সংসারী মেয়েলোক মুসলিম সাচ্চা। ফুটবলে লাথালাথি ছেলেদের সাজে খ… Read More
  • হাটাকাব্যআমি ভেবেছিনু জীবনটা পদ্য বাস্তবে সেটা দেখি গদ্যচারপাশ খুবই দুর্বোধ্য তাই পাগল হয়েছি আমি সদ্য। আমি পথে পথে রাতদিন হাঁটিআমি হাঁটি আর স্মৃতিগুলো ঘাঁটি আমি হেঁটে হেঁটে হয়ে যাই খাঁটিআমি পাথরের বুকে কাদা-মাটি।আমি মাটির সাথে থাকি মি… Read More
  • বাংলাদেশের মিন্নিআছ যারা বাংলাদেশের মিন্নি,পাতে পাতে খাও যারাহরেক রকম সিন্নি,পাপাচার ছেড়ে দিয়েহও ভালো গিন্নি।এক স্বামীতেই থাকুক তোমার মন।এক প্রেমিকই হোক আপনজন।এই উপদেশ দিচ্ছি আমি সস্তাতে।তা না হলে পরে হবে  পস্তাতে।… Read More
  • স্বাস্থ্যখাতের মালেক-"নাউজুবিল্লাহ মিন জালেক।এই দরজার মালিকের নাম ড্রাইভার মালেক।"-"আর বলনা তাহার নামে এমন করে যা-তা।তিনি চালক, যাত্রী মোরা, তিনিই সবার মাথা।গরীব হলে মনটা তাহার খারাপ হত ভীষণ;দক্ষ হাতে কে চালাতো স্বাস্থ্যখাতের মিশন?কি আর বসে ক… Read More

0 comments:

Post a Comment