8:04 PM
এই গরমে মাটির দেহে
কাপড় রাখা দায়
(ভাবছো কি তাই আমার দেহে
কোন কাপড় নাই? )
থেকে থেকে মনটা শুধু
জলের পরশ চায়
আয় বৃষ্টি আয়
কলেeর জলে মন ভরেনা
মরি বিতৃষ্ণায়
Related Posts:
অগণতান্ত্রিক ভালোবাসানা করতে না পারার ব্যর্থতায়সর্বদলীয় ভালোবাসা নয়;কঠোর অবস্থান দেখাতে গিয়েনির্দলীয় নিরপেক্ষতাও নয়;তুমি একদলীয়, একপেশে হ্ও,ভালোবাস শুধুই আমারে।… Read More
সম্পর্কের খেলাতুমি চেয়েছ আমি যেন চাইতোমাকে সকল বেলা;আমি চেয়েছি একটু আড়াল,মাঝে মাঝে অবহেলা;আমি চেয়েছি ভাসাবো দূরেবন্ধনহীন ভেলা;তুমি চেয়েছ তোমার আকাশেআমার ডানা মেলা। চাওয়া-পাওয়ার এই ফারাকইসম্পর্কের খেলা। … Read More
মাস্ক পরুনকরোনা থেকে সুরক্ষিত থাকার প্রচেষ্টা ছাড়াও অন্যান্য যে সব কারনে মাস্ক পরবেনঃ১। ডাস্ট থেকে রক্ষা পেতে২। রাস্তার পাশে ফেলা রাখা আবর্জনার দুর্গন্ধ শুকতে না চাইলে৩। নিজের মুখের দুর্গন্ধ দ্বারা অন্যকে নাজেহাল করতে না চাইলে।৪। দাঁতহ… Read More
ঘুরন্টিপদ্মার তীরেসবুজের ভিড়েপ্রকৃতির নীড়েআসি ফিরে ফিরে।দলবেঁধে যাইআনমনে গাইখুব মজা পাইআরও যেতে চাই।এই আছি বেশঘুরি সারা দেশহয়ে থাকি ফ্রেশক্লান্তিটা শেষ।তুমি সাথে যাবে?ঘুরবে, খাবেজলে নেমে নাবেখুব মজা পাবে।… Read More
সবুজের বুকেশহরের কোলাহলে প্রাণ মরে কেঁদে;প্রকৃতির মাঝে তাই যাই দলবেঁধে।প্রমত্তা পদ্মার বুকে জাগে চর।সবুজের মাঝে সেথা ছোট ছোট ঘর।এখানে সেখানে দেখি নীল জলাশয়।রোদে মাছ ঝলকায়, চলে নির্ভয়।শীত এলে নেমে যায় বেড়ে উঠা জলঘাস খেতে মেতে উঠে গবাদির… Read More
0 comments:
Post a Comment