7:46 PM
সূর্যটা ছিল বেশ গনগনে,
মন তবু ছিল খুব চনমনে।
গেয়ে উঠছিল কেউ আনমনে
আসছিল যার যে গান মনে।
প্রকৃতির কাছে যেই এসে যাই
উল্লাসে, উচ্ছ্বাসে ভেসে যাই।
Related Posts:
ইদ বনাম করোনাতোমরা যারা করছ নিষেধ, একটু থেমে ভাবএই ইদটা সারা জীবনে আর কি ফিরে পাব?এক বছরে বারোটি মাস, দুই খানা ইদ মোটে-সেই ইদেও নতুন কাপড় আর যদি না জোটেআনন্দ সব হবে মাটি, রঙ হারাবে ইদ।সেই দুঃখে এক সপ্তাহ আসবে না আর নিদ।দোহায় তোমার দোকান … Read More
মাওলানা নিয়ে মতামতফেসবুক খুললেই মাওলানা মুঃ মামুনুল হক বিতর্ক ।পক্ষে -বিপক্ষে নানা স্ট্যাটাস,স্ক্রিনশট, ভিডিও, ফাঁস হওয়া ফোনালাপ। তাই আমি ঠিক করেছি এ প্রসঙ্গে আমিও কিছু বলব। নিশ্চুপ নিরপেক্ষতা আর ধরে রাখতে পারলাম না। আমার মূল্যবান মন্তব্য জা… Read More
হাওয়াই মিঠাইএক যে ছিল হাওয়াই মিঠাই'স্বাস্থ্য বিধি' নাম;শুনতে শোনায় খুবই ভালো,বাস্তবে নাই কাম।এক যে ছিল কাজির গরু'স্বাস্থ্য বিধি' নাম;গোয়ালে সে না থাকিলেওলক্ষ টাকা দাম।এক যে ছিল মরীচিকা 'স্বাস্থ্য বিধি' নাম;বাস্তবে তার রূপ দেখিতেঝরছে বৃথা… Read More
ঘৃণার থুতু না সারা কফের মত তীব্র ঘৃণার দলাবুকে জমে জমে অস্থিরতা বাড়ায়;তারপর একরাশ শক্তি সঞ্চার করেসে ঘৃণার সামান্য অংশ থুতু আকারেফেলতে পারি আরেক জনের মুখে।পরক্ষনেই দেখি আমার মুখওবরণ করেছে একদলা ঘৃণার থুতু।এভাবেই এগিয়ে যাচ্ছে স্বদেশ আমা… Read More
লোভ বনাম লালসাআমার ব্যক্তিগত ধারণা বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনবীর একজন প্রেম প্রতারক। কিন্তু মোসারাত জাহান মুনিরা কি শুধুই লোভী? নাকি তার অপরিণত নিউরনে ভালোবাসারও অনুরণন ঘটেছিল? ঘটনা যাই হোক, আমার ছাত্রীদের বয়সী একটা মেয়ের এই করুন পরিণ… Read More
0 comments:
Post a Comment