Saturday, March 21, 2020

বসন্ত এসে গেছে

আমাদের যুব প্রাণ নতুনের আহবানে
উচ্ছ্বাসে ভেসে গেছে।
বসন্ত এসে গেছে।
বৃক্ষের কচি ডালে সূর্যের আলো দেখে
কোকিলেরা হেসে গেছে।
বসন্ত এসে গেছে।
কনকনে ঠান্ডা রুক্ষতা নিয়ে তার
অজানার দেশে গেছে।
বসন্ত এসে গেছে।
বালিকার দলগুলো স্কুল, কলেজে
বাসন্তী বেশে গেছে।
বসন্ত এসে গেছে।

Related Posts:

  • মেট্রোভিমানমেট্রোভিমানহলে হোক চালু সাধের মেট্রোরেল। কাকের কি আসে যায় পাকে যদি বেল?মফস্বলে আমাদের আছে তিন চাকা।তাতেই চড়ে খুশি, যাবো না তো ঢাকা।ল… Read More
  • বছরান্তের উপলব্ধি বছর শেষের দুই উপলব্ধিআশাবাদী উপলব্ধিঃঅপ্রাপ্তির মাঝারি বাক্স -৫টি;হতাশার কালো বড় বাক্স -১টি;আত্ববিশ্বাসের অভাবে ভরা,জংধরা টিনের বাক্স-১টি;মন খারাপের নীল পোটলা -১টি;উদ্যমহীনতা, লোভ জাতীয় ছোট ছোটদুর্বলতা, দ্বিধা ইত্যাদিতে ঠাসা … Read More
  • চক্রচক্রকিছু পাপ জমা হয়ে গেছে;এখন জমাতে হবে পূন্য। বিপরীত কর্মের হলে কাটাকাটি ব্যালেন্স দেখাবে শূন্য।তারপর আয়েশ করে করা যাবে পাপজীবনে থাকুক না কিছু গোপন উত্তাপ।ভারী হয়ে গেলে পাপের বোঝা। শুরু হয়ে যাবে পূন্য খোঁজা।এভাবেই  চলুক পাপ-… Read More
  • সতেজ দু'টি ফুল১। বাংলা ভাষার অপূর্ব এক ডালে, ভীষণ রকম সতেজ দু'টি ফুল একটি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর আরেকটি তার কবি কাজী নজরুল। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল বিদ্রোহী এক কবি, নিপুণ ভাষায় এঁকেছেন এই দু'জন মন- গহীনের ঝকমকে সব ছবি।… Read More
  • ব্রাজেশিয়ার বদদোয়াব্রাজেশিয়ার বদদোয়া ভাগ্যের হেরফেরে এইবার পারে নাই;দল ঠিকই হেরে গেছে, দর্শক হারে নাই।লেখাবাজি চলছেই, রাজপথ ছাড়ে নাই।ব্রাজেশিয়া চাইছে মেসি যেন কাঁদে খুব,হেরে গিয়ে হতাশার মাঝে যেন দেয় ডুব।খসে পড়া তারকার দলে যেন আসে নাম।(অনেক তো … Read More

0 comments:

Post a Comment