2:15 PM
আমার এক রোগ হয়েছে
'ভাল্লাগে না' নাম-
যা কিছু খাই
ভাল্লাগে না
ঘুমাতে যাই
ভাল্লাগে না
জেগে থাকি
মাকে ডাকি
ভাল্লাগে না
ভাল্লাগে না।
পেপার পড়ি
ভাল্লাগে না
ব্যায়াম করি
ভাল্লাগে না
পড়তে বসি
অংক কষি
ভাল্লাগে না
ভাল্লাগে না।
ফেবু চালাই
ভাল্লাগে না
দূরে পালাই
ভাল্লাগে না
হাসতে থাকি
কাঁশতে থাকি
ভাল্লাগে না
ভাল্লাগে না।
লাইভে চ্যাট
ভাল্লাগে না
'হাউ ইজ দ্যাট?'
-ভাল্লাগে না
পাখির কূজন
প্রাণের সুজন
ভাল্লাগে না
ভাল্লাগে না।
মুভি দেখি
ভাল্লাগে না
ছড়া লেখি
ভাল্লাগে না
সুরেলা গান
বন্ধুর ফান
ভাল্লাগে না
ভাল্লাগে না।
ঘুড়ি উড়াই
ভাল্লাগে না
টাকা ফুরাই
ভাল্লাগে না
বাবার শাসন
বোনের ভাষণ
ভাল্লাগে না
ভাল্লাগে না।
গল্পের বই
ভাল্লাগে না
কোন হৈচৈ
ভাল্লাগে না
বৃষ্টির জল
জৈষ্ঠ্যের ফল
ভাল্লাগে না
ভাল্লাগে না।
Related Posts:
ভ্রমণ কাব্যসূর্যটা ছিল বেশ গনগনে,মন তবু ছিল খুব চনমনে।গেয়ে উঠছিল কেউ আনমনেআসছিল যার যে গান মনে।প্রকৃতির কাছে যেই এসে যাইউল্লাসে, উচ্ছ্বাসে ভেসে যাই।… Read More
বছর শেষের উপলব্ধিঃখুশির বাতাসে দুঃখ ভাসেমাত্রা ছাড়ানো সীসার মত।আরেকটি শেষ নিঃশ্বাসেমহিমা হারায় নবজাত ক্রন্দন।মুদ্রার দুই পিঠে থাকে দু'রকম বাস্তবতা;আপেক্ষিকতার হেঁয়ালিতেআটকা পড়ে মানব জীবন। এরই মাঝে বছর পালটায়।টিকটিকির লেজের মত … Read More
নতুন বছর, নতুন বইনতুন বছর, নতুন বই-এত খুশি রাখব কই?নতুন পাতার নতুন ঘ্রাণ-জ্ঞান দরিয়ায় করব স্নান। পড়ব বই, গড়ব দেশ,অজ্ঞতা সব করব শেষ।… Read More
কোয়ারেন্টাইন কাব্য৩১ মার্চ পর্যন্ত আমার রুটিনঃএ ক' দিন ফোন করে একে ওকে জ্বালাবো, বসে শুয়ে ফেসবুক একটানা চালাবো।জমে থাকা বইগুলো একে একে পড়বো,প্রয়োজন হলে খুবকিছু কাজ করবো।মাঝে মাঝে নোটবুকেছড়া-টরা লিখবো।নেট ঘেঁটে ডায়েটেররেসিপি শিখবো।ল্যাপটপ ফোল্… Read More
আজকালকার পোলাপানআজকালকার পোলাপান -বাবা, ভাইয়ের ভারি ব্যাগএগিয়ে এসে ধরে না।মুরব্বিদের দাঁড়ানো দেখেচেয়ার থেকে নড়ে না।ফেসবুকে যা 'লাইক' করেবাস্তবে তা করে না।হাটতে গিয়ে পিছলে পড়ে,জাগার সময় ঘুমিয়ে পড়ে,স্ট্যাটাস আর কমেন্ট পড়ে,কাগজের বই… Read More
0 comments:
Post a Comment