উ- উদীয়মান সুর্য মোরা
দূর করিব আঁধার,
মি- মিটাবো সব জ্ঞান পিপাসা
ভাঙবো দেয়াল বাঁধার;
র- রইবে যারা ঘরের কোনে
ওরাইতো দল গাধার।
উ- উঠবে যখন নতুন সূর্য
ফুটবে নতুন আলো,
দ- দমবে তখন এই পৃথিবীর
হাজার রকম কালো।
দি- দিনের পরে রাত আসিবে,
রাতের পরে দিন।
ন- নতুন ভোরের সঙ্গী মোরা
জড়তা, ডরহীন।
পাই- পাইতে জ্ঞানের পুরো সুফল
রইবো মানবিক
ল- লক্ষ্যে মোরা অটুট রব,
হারাবো না দিক।
ট- টগবগিয়ে ছুটবো মোরা
শিক্ষার সৈনিক।
উচ্চ- উচ্চ সদা শির রাখিব,
করবনাতো নত।
বিদ্যা- বিদ্যা ভারেও আমিত্বকে
রাখিব সংযত।
ল- লক্ষ প্রাণে বান ডেকেছে-
দেশপ্রেমের বান।
য়= অ-অনেকটা পথ পাড়ি দিয়েই
গাইবো জয়ের গান।
0 comments:
Post a Comment