Saturday, May 16, 2020

উ-  উদীয়মান সুর্য মোরা

      দূর করিব আঁধার,
মি- মিটাবো সব জ্ঞান পিপাসা
      ভাঙবো দেয়াল বাঁধার; 
র-  রইবে যারা ঘরের কোনে
     ওরাইতো দল গাধার।

উ- উঠবে যখন নতুন সূর্য
     ফুটবে নতুন আলো,
দ-  দমবে তখন এই পৃথিবীর
     হাজার রকম কালো।
দি- দিনের পরে রাত আসিবে, 
      রাতের পরে দিন।
ন-  নতুন ভোরের সঙ্গী  মোরা
     জড়তা, ডরহীন। 

পাই- পাইতে জ্ঞানের পুরো সুফল
        রইবো মানবিক
ল-    লক্ষ্যে মোরা অটুট রব,
        হারাবো না দিক।
ট-     টগবগিয়ে ছুটবো মোরা
        শিক্ষার সৈনিক।
উচ্চ- উচ্চ সদা শির রাখিব,
        করবনাতো নত।
বিদ্যা- বিদ্যা ভারেও আমিত্বকে
        রাখিব সংযত।
ল-    লক্ষ প্রাণে বান ডেকেছে-
        দেশপ্রেমের বান।
 য়= অ-অনেকটা পথ পাড়ি দিয়েই
       গাইবো জয়ের গান। 

Related Posts:

  • হাটাকাব্যআমি ভেবেছিনু জীবনটা পদ্য বাস্তবে সেটা দেখি গদ্যচারপাশ খুবই দুর্বোধ্য তাই পাগল হয়েছি আমি সদ্য। আমি পথে পথে রাতদিন হাঁটিআমি হাঁটি আর স্মৃতিগুলো ঘাঁটি আমি হেঁটে হেঁটে হয়ে যাই খাঁটিআমি পাথরের বুকে কাদা-মাটি।আমি মাটির সাথে থাকি মি… Read More
  • স্বাস্থ্যখাতের মালেক-"নাউজুবিল্লাহ মিন জালেক।এই দরজার মালিকের নাম ড্রাইভার মালেক।"-"আর বলনা তাহার নামে এমন করে যা-তা।তিনি চালক, যাত্রী মোরা, তিনিই সবার মাথা।গরীব হলে মনটা তাহার খারাপ হত ভীষণ;দক্ষ হাতে কে চালাতো স্বাস্থ্যখাতের মিশন?কি আর বসে ক… Read More
  • বিদ্রোহী দেহ দেহের ভিতর আরেক দেহ জাগে;শরীরের দূরতম প্রদেশের বিদ্রোহীরাওসমর্থন জানায় নতুন দেহকে,বর্জ্যের সাথে নিষ্কাশিত হয় বর্ষীয়ান বিবেক;বাকি থাকে একরাশ অস্থিরতা।ফ্যান্টাসি, সমঝোতা কিংবা সার্টিফিকেটে মেলে সাময়িক সমাধান। তা না হলে খবরের শি… Read More
  • বাংলাদেশের মিন্নিআছ যারা বাংলাদেশের মিন্নি,পাতে পাতে খাও যারাহরেক রকম সিন্নি,পাপাচার ছেড়ে দিয়েহও ভালো গিন্নি।এক স্বামীতেই থাকুক তোমার মন।এক প্রেমিকই হোক আপনজন।এই উপদেশ দিচ্ছি আমি সস্তাতে।তা না হলে পরে হবে  পস্তাতে।… Read More
  • ললনা নয়, ছলনা বিদ্বেষী ছড়ামায়াবী দুই চোখের ভেতরহাজার রকম ছল;চোখে তাহার হঠ্যাৎ হাসি,হঠাৎ বানের জল।ডুব দিয়েও পাবে নাকোকোথায় মনের তল।তোমার শক্তি খুইয়ে তুমিবাড়াও তাহার বল;তুমি লাগাও গাছের চারাঅন্যরা খায় ফল।… Read More

0 comments:

Post a Comment