Saturday, May 16, 2020

উ-  উদীয়মান সুর্য মোরা

      দূর করিব আঁধার,
মি- মিটাবো সব জ্ঞান পিপাসা
      ভাঙবো দেয়াল বাঁধার; 
র-  রইবে যারা ঘরের কোনে
     ওরাইতো দল গাধার।

উ- উঠবে যখন নতুন সূর্য
     ফুটবে নতুন আলো,
দ-  দমবে তখন এই পৃথিবীর
     হাজার রকম কালো।
দি- দিনের পরে রাত আসিবে, 
      রাতের পরে দিন।
ন-  নতুন ভোরের সঙ্গী  মোরা
     জড়তা, ডরহীন। 

পাই- পাইতে জ্ঞানের পুরো সুফল
        রইবো মানবিক
ল-    লক্ষ্যে মোরা অটুট রব,
        হারাবো না দিক।
ট-     টগবগিয়ে ছুটবো মোরা
        শিক্ষার সৈনিক।
উচ্চ- উচ্চ সদা শির রাখিব,
        করবনাতো নত।
বিদ্যা- বিদ্যা ভারেও আমিত্বকে
        রাখিব সংযত।
ল-    লক্ষ প্রাণে বান ডেকেছে-
        দেশপ্রেমের বান।
 য়= অ-অনেকটা পথ পাড়ি দিয়েই
       গাইবো জয়ের গান। 

Related Posts:

  • After the Pandemic is over After this pandemic is over,When the earth is no more sober,Quarantine your evil forever,And let it loose never,And only let your goodness roam.But now, please, stay at home.… Read More
  • চোরনামাদেশে নাই কম চোর-আছে বহু গম চোর।আছে চাল, চিনি চোর,বড় চোর, 'মিনি' চোর।আছে নয়া তেল চোর,বাস, ট্রাক, রেল চোর।টিভি শোতে কথা চোর,কেউবা অযথা চোর।রিলিফের টিন চোর-বাড়ে প্রতিদিন চোর। ভিজিএফ কার্ড চোর-এরা খুব হার্ড চোর।ডান-বাম নীতি চোর,অ… Read More
  • বোগাস, রাবিশ সিমবোগাস, রাবিশ সিম একটা,Skitto তার নাম;অল্প টাকায় এম বি দিলেওহয় না কোন কাম।গ্রামীণ ফোনের ভাঁওতাবাজি-ওয়েটিং আর লেট;ইচ্ছা করে আছড়ে ভাঙিআমার সাধের সেট।কিন্তু সেটের দোষ কোন নাই,দোষ যত সব সিমে;মাগনা  দিলেও লাভ কি বল)এমন ঘোড়ার ডিমে?… Read More
  • A Quarantined Thought A day without going out.Time that stands stillBreeds tension and doubtAnd weakens the heartsThat previously seemed stout.We are nothing but a pupet or a doll.God with great care destinesour rise and fall.We are going, not kn… Read More
  • বৃষ্টি, মহামারি ও মহাক্ষুধা আজি মেঘের গর্জনেআকাশের ঝরে জল;মানুষের নয়নেও টপটপ পড়ে জল।দেশে দেশে মহামারি, মহা ক্ষুধা পেটে পেটে;নেই কোন সমাধানহাজারও বিধান ঘেঁটে। আজ হার মানে বিজ্ঞান,হার মানে যুক্তি;ওহে খোদা দয়াময়,তোমাতেই মুক্তি।… Read More

0 comments:

Post a Comment