Sunday, August 2, 2020

মানানসই (মীনাক্ষী দাস)

তুমি বললে পাহাড় কিনে দেবে-
আমি বললাম -"কিসের প্রয়োজনে?
একটা পাথর কুড়িয়ে আন যদি,
সাজিয়ে রাখব ঠাকুর সিংহাসনে।"

হঠাৎ তোমার বাগান কেনার শখ-
হেসে বললাম - "খরচ কর বুঝে,
একটা বরং গোলাপ কিনে এনে
নীজ হাতে খোপায় দিও গুঁজে।"

সেদিন বললে বিদেশ নিয়ে যাবে-
হেসে বললাম - "অর্থ অপচয়,
তার চেয়ে চলো দুজন মিলে বসে
নদীর পাড়ে দেখব সূর্যোদয়।"

জীবন হল ছোট্ট ডিঙির মত,
কি হবে তোর মস্ত বড় পাল?
ঝড়-জল সব সামাল দিতে গেলে
চাইতো মোটা শক্ত দুটো হাল!

আমরা হলাম মাটির কাছের জীব
সারা জীবন মাটির মাপেই রই,
চাওয়া-পাওয়া ছোট্ট হবে যত
জীবন হবে ততই মানানসই।

মানানসই (মীনাক্ষী দাস)

Close x

তুমি বললে পাহাড় কিনে দেবে-
আমি বললাম -"কিসের প্রয়োজনে?
একটা পাথর কুড়িয়ে আন যদি,
সাজিয়ে রাখব ঠাকুর সিংহাসনে।"

হঠাৎ তোমার বাগান কেনার শখ-
হেসে বললাম - "খরচ কর বুঝে,
একটা বরং গোলাপ কিনে এনে
নীজ হাতে খোপায় দিও গুঁজে।"

সেদিন বললে বিদেশ নিয়ে যাবে-
হেসে বললাম - "অর্থ অপচয়,
তার চেয়ে চলো দুজন মিলে বসে
নদীর পাড়ে দেখব সূর্যোদয়।"

জীবন হল ছোট্ট ডিঙির মত,
কি হবে তোর মস্ত বড় পাল?
ঝড়-জল সব সামাল দিতে গেলে
চাইতো মোটা শক্ত দুটো হাল!

আমরা হলাম মাটির কাছের জীব
সারা জীবন মাটির মাপেই রই,
চাওয়া-পাওয়া ছোট্ট হবে যত
জীবন হবে ততই মানানসই।
--------------------------------

মানানসই
মীনাক্ষী দাস