Thursday, October 15, 2020

ঈদ মোবারক

মঙ্গলের বার্তা নিয়ে ঈদ আসুক,
ভাসুক উচ্ছ্বাসে উপলক্ষ প্রিয় প্রাণ,
হাসুক কালকের আকাশ সে উচ্ছ্বাসের রং মেখে। 
টোকাই থেকে টাকাওয়ালা,
লাভ-লসের হিসাব মিলাতে থাকা গরু ব্যবসায়ী,
শেষ সময়ে ঘরের পথে ছুটে চলা যাত্রি,
 বিদেশ বিভুইঁয়ে  ক্রমাগত মন খারাপ হতে থাকা যুবকের  দল,
প্রধানমন্ত্রী আর দুই টাকা বেশি পেয়ে দোয়ারত বৃদ্ধ ভিক্ষুক, 
অস্থির প্রজন্ম আর তাদের দুশ্চিন্তাগ্রস্থ সেকেলে মুরব্বি--- সবার ঈদ সুন্দর কাটুক।
ঈদ মোবারক।

Related Posts:

  • উচ্চারণ নিয়ে'ইংরেজি উচ্চারণের কাছাকাছি ' বিবেচনায় বাংলা বানান লেখার চেষ্টা আমার কাছে অর্থবহ মনে হচ্ছে না। আপনার লেখা শব্দগুলো বাংলা ভাষার সাথে দুধে-আমে মিশে গেছে। তাই বাংলা বানান রীতি অনুসরণ করা আমার কাছে সঠিক মনে হয়। উদাহরণস্বরূপ বলা য… Read More
  • ব্রাজিল বনাম আর্জেন্টিনা ব্রাজিল ৪-০ পেরু।স্ট্যাটাস আর্জেন্টিনা আর তার সমর্থকদের নিয়ে!!!আর্জেটিনা ১-০ উরুগুয়ে।স্ট্যাটাসে ব্রাজিল আর তার সমর্থকদের নাম।কোন এক বছরের এইচএসসি রেজাল্টের দিন বিকাল বেলা আমার এক ছাত্রী ফোন দিয়ে দীর্ঘক্ষণ কান্নাকাটি করছিল। এক… Read More
  • নিদ্রা এবং কীর্তি And miles to go before I sleep, And miles to go before I sleep.(Robert Frost)শেষ হওয়ার আগে হব না তো শেষ;রেখে যাব পৃথিবীতে কর্মের রেশ।প্রতিকূল পরিবেশে দাঁতে চেপে দাঁতগাছ হয়ে সয়ে যাব ঝড়ের আঘাত।ক্লান্ত পথিকের তরে হব ছায়া।ছড়াব দ… Read More
  • Be YouThat's it. You are you. In other words, you are what you are. You should not be or should not try to be someone else. Follow some good foot steps in your life. But let yourself remain you.… Read More
  • প্রেমের উপাখ্যান আজ জানাবো ভালোবাসার শ্রেষ্ঠ উপাখ্যান-বৃষ্টির জল সৃষ্টি করে  মিষ্টি প্রেমের গান।সেই গানে  গাছের সবুজ আবিষ্ট হয় খুব;জলের পরশ মাখে দেহে, পুলকে দেয় ডুব।প্রেম পরশে গাছের দেহে নতুন সবুজ আসে;এই পৃথিবী সেই সবুজে নতুন করে হাসে।( লেখা … Read More

0 comments:

Post a Comment