Thursday, October 15, 2020

ঈদ মোবারক

মঙ্গলের বার্তা নিয়ে ঈদ আসুক,
ভাসুক উচ্ছ্বাসে উপলক্ষ প্রিয় প্রাণ,
হাসুক কালকের আকাশ সে উচ্ছ্বাসের রং মেখে। 
টোকাই থেকে টাকাওয়ালা,
লাভ-লসের হিসাব মিলাতে থাকা গরু ব্যবসায়ী,
শেষ সময়ে ঘরের পথে ছুটে চলা যাত্রি,
 বিদেশ বিভুইঁয়ে  ক্রমাগত মন খারাপ হতে থাকা যুবকের  দল,
প্রধানমন্ত্রী আর দুই টাকা বেশি পেয়ে দোয়ারত বৃদ্ধ ভিক্ষুক, 
অস্থির প্রজন্ম আর তাদের দুশ্চিন্তাগ্রস্থ সেকেলে মুরব্বি--- সবার ঈদ সুন্দর কাটুক।
ঈদ মোবারক।

Related Posts:

0 comments:

Post a Comment