Monday, November 2, 2020

কবির রূপ

লিখি আমি প্রেমের কবিতা-
তাই ভাব আমায় প্রেমিক।
যদি লিখি শ্রমের কবিতা,
ভাববে কি আমায় শ্রমিক?
এ যুগের কবি আমি ভাই,
আমি মানব মনের প্রতিনিধি। 
আমার লেখায় ফুটে উঠে
তোমাদের সব গতিবিধি। 

যে নারীর দেহ সৌরভে 
পুরুষের মনে জাগে কাম,
প্রবল নির্মোহে আমি
অমর করি তার নাম।

যে মেয়ের একরাশ চুলে
সমীরণ সরব থাকে,
লিখি যখন তাহারই কথা
প্রণয়িনী ভাবি যে তাকে।

যে শ্রমিক ঘামের দামে
জীবনের সুখ খুঁজে ফিরে,
লিখতে গিয়ে তাকে নিয়ে
ঢুকি তার মনের গভীরে।

যে মানুষ যৌবন শেষে
একাকি অতীতে করে বাস,
আমি যেন তার হয়ে ফেলি
জমে থাকা দীর্ঘশ্বাস। 

যে শিশুর উৎসুক চোখ
বিস্ময়ে হয় বড় বড়,
আমি তার সব মুগ্ধতা 
কবিতায় করে রাখি জড়ো।

আমার নিজস্বতা কি
লেখা পড়ে ভাবছ কি তাই?
আমি হই তোমাদেরই রূপ,
আমার নিজস্বতা নাই।

Related Posts:

  • উত্থান-পতননিজেরে নিজে মোটিভেট করিঃপতনেও অটল যে থাকিবার পারেউত্থান উঁকি দেয় তার গৃহ দ্বারে।সাময়িক পতনে হলে বিহবল,আজীবন পরাজয়ে পাবে তার ফল।… Read More
  • শুভ জন্মদিন (সাফায়েত কাদির)বন্ধু তুই ছোট্ট থেকেই বড্ড বেশি ভাবুক।ছোট ছোট কথাতে তোর সপাংসপাং চাবুক। এই সমাজের অসঙ্গতি ক্ষিপ্ত করে তোকে।ঠোঁট কাটা তোর এই কথাটা বলে নানান লোকে।আমরা সবে ভয়ে থাকি কখন করি ভুল।ভুল ধরতে ধরতে মাথার হারালি সব চুল।এবার একটু সংসা… Read More
  • আজ মা দিবস?আজকে কি মা দিবস, নাকি গেছে কালকে?হরহামেশা গুলিয়ে ফেলি দিবস, মাস, সালকে।মায়ের সাথে ছবি দিব, কিন্তু কোথায় পাই?মা যে আমার গ্রামে থাকেন, এই শহরে নাই।গতকালই গ্রামে ছিলাম,ছিলাম মায়ের সাথে।আমার বাড়ির রান্না তুলে দিলাম মায়ের পাতে।কিন… Read More
  • শেয়ার এবং সওয়াব তোমরা যারা  সুসংবাদের লোভে বা দুঃসংবাদের ভয়ে ধর্মীয় কন্টেন্ট শেয়ার কর, তাদের মেসেজের জবাবঃআমি পাঠাবো না। দেখি কি খারাপ খবর আসে। ইসলাম এত সস্তা না। ইসলামের পাঁচটি মৌলিক বিষয় অমান্য করলে ইহকাল বা পরকালে বিপর্যয়গ্রস্ত হতে পারি। … Read More
  • করোনার শুভেচ্ছাদূত বাপ মারব, মা মারব, মারব বুড়ো নানাকে;যাচ্ছি বাড়ি, পারলে থামা, জানা লোকাল থানাকে।কাপড় কিনসি হরেক পদেরকিনসি আরও জুতো।এখন আমায় পারলে থামা,মানছি না আর ছুঁতো।ইদের খুশি সবাই মিলে করে নিব ভাগ।সেই খুশিতে মুরব্বিদের জীবন গেলে যাক।জনসংখ… Read More

0 comments:

Post a Comment