Friday, November 6, 2020

সবুজের বুকে

শহরের কোলাহলে প্রাণ মরে কেঁদে;
প্রকৃতির মাঝে তাই যাই দলবেঁধে।
প্রমত্তা পদ্মার বুকে জাগে চর।
সবুজের মাঝে সেথা ছোট ছোট ঘর।
এখানে সেখানে দেখি নীল জলাশয়।
রোদে মাছ ঝলকায়, চলে নির্ভয়।
শীত এলে নেমে যায় বেড়ে উঠা জল
ঘাস খেতে মেতে উঠে গবাদির দল।
সবুজ খেয়ে বাঁচে শত শত প্রাণ।
তবুও টিকে থাকে সবুজের ঘ্রাণ।
এই তো আমার দেশ, এ আমার ভূমি।
এমন প্রকৃতি রেখে কোথা যাও তুমি?

Related Posts:

  • চোখ১. চোখঅলৌকিক সৌন্দর্যের সবটুকু ভারনিরবে বহন করে চোখ দু'টো তার।সেই চোখে আমি যেন প্যারিসের ট্রয়;চাহনির তীরে ঘটে সদা পরাজয়।২. চোখের ভাষাচোখে তার বিশ্বের সব বই ঠাসা;প্রতিদিন পড়ে যাই সে কঠিন ভাষা।পড়ি যত,  তত আমি হই দিশেহারা-একা বস… Read More
  • আপনি ভিসিআপনি ভিসি-দেবতা- ঋষি। কিন্তু এ কী!আপনি দেখিবাংলা মদেরভাঙা শিশি! আপনি ভিসি-দিবানিশি সালাম দিছি।কিন্তু এ কী!আপনি দেখিমা না হয়েহলেন পিসি! আপনি ভিসি-কিন্তু, ছি! ছি!ছাত্ররা ক্যানদিল টিসি?… Read More
  • প্রতিবাদের ফলতুমি কর প্রতিবাদ, আমি লুটি ফল তার;কেউ চাকে মধু খায়, কেউ খায় মল তার।… Read More
  • কষ্টার্জিত বোধচারদিকে মোর থৈ থৈ করা কষ্টেআর মানুষের কষ্ট কী তা বুঝি;এক জীবনের অর্জন সব নষ্টেএই জীবনে বেদনার রং খুঁজি।তোমার সুখের লাগামে না পড়া টানসুখ- সংগার ভুল ব্যাখ্যায় লিপ্ত;আমার বেদনা রচে যে দুঃখের গানসে গানে তোমার সুখ হয় উদ্দীপ্ত।বন্… Read More
  • দিল্লিএই শহরের অলস রোদেইতিহাস কাটে জাবর;এই শহরে মসনদে বসেবিশ্ব শাসান বাবর;এই শহরের খোলা তলোয়ারঅসুরে করিয়া ভরকত স্বপ্নের সমাধিতে গড়েদুঃস্বপ্নের ঘর;এই শহরে মহাকবি তাঁরইটের ইন্দ্রজালেসময়টাকে বন্দী রাখেনকয়েক শত সালে;আরব, তুর্কী, তাতার,… Read More

0 comments:

Post a Comment