12:49 PM
এই যে তুমি শিক্ষিত খুব,
বিদ্যা তোমার হাজার রকম।
কিন্তু তোমার মনুষ্যত্বে
দেখছি আমি বিশাল জখম।
সেই জখমে পুঁজ জমেছে,
বাতাসে তার গন্ধ ছড়ায়।
সবাই ভোগে নানান রোগে,
ভুগছ তুমি বিবেক খরায়।
তোমায় জন্ম দিতে গিয়ে
জননী যে কষ্ট পেল,
সেই কষ্টের একশ ভাগই
আজকে দেখি বৃথা গেল।
যে চেয়ারে বসে তুমি
দেখাচ্ছ খুব পদের গরম,
তোমায় ধারণ করতে গিয়ে
সেই চেয়ারও পাচ্ছে শরম।
Related Posts:
মাওলানা নিয়ে মতামতফেসবুক খুললেই মাওলানা মুঃ মামুনুল হক বিতর্ক ।পক্ষে -বিপক্ষে নানা স্ট্যাটাস,স্ক্রিনশট, ভিডিও, ফাঁস হওয়া ফোনালাপ। তাই আমি ঠিক করেছি এ প্রসঙ্গে আমিও কিছু বলব। নিশ্চুপ নিরপেক্ষতা আর ধরে রাখতে পারলাম না। আমার মূল্যবান মন্তব্য জা… Read More
ইদ বনাম করোনাতোমরা যারা করছ নিষেধ, একটু থেমে ভাবএই ইদটা সারা জীবনে আর কি ফিরে পাব?এক বছরে বারোটি মাস, দুই খানা ইদ মোটে-সেই ইদেও নতুন কাপড় আর যদি না জোটেআনন্দ সব হবে মাটি, রঙ হারাবে ইদ।সেই দুঃখে এক সপ্তাহ আসবে না আর নিদ।দোহায় তোমার দোকান … Read More
হাওয়াই মিঠাইএক যে ছিল হাওয়াই মিঠাই'স্বাস্থ্য বিধি' নাম;শুনতে শোনায় খুবই ভালো,বাস্তবে নাই কাম।এক যে ছিল কাজির গরু'স্বাস্থ্য বিধি' নাম;গোয়ালে সে না থাকিলেওলক্ষ টাকা দাম।এক যে ছিল মরীচিকা 'স্বাস্থ্য বিধি' নাম;বাস্তবে তার রূপ দেখিতেঝরছে বৃথা… Read More
ঘৃণার থুতু না সারা কফের মত তীব্র ঘৃণার দলাবুকে জমে জমে অস্থিরতা বাড়ায়;তারপর একরাশ শক্তি সঞ্চার করেসে ঘৃণার সামান্য অংশ থুতু আকারেফেলতে পারি আরেক জনের মুখে।পরক্ষনেই দেখি আমার মুখওবরণ করেছে একদলা ঘৃণার থুতু।এভাবেই এগিয়ে যাচ্ছে স্বদেশ আমা… Read More
গোকুলে বাড়িছে সে(একটা গান লিখলাম। এখন সমস্যা হল লিখতে পারি, কিন্তু গাইতে পারি না। Mahanam Brata Deep, Will you try?)তোমারে বধিবে যে, গোকুলে বাড়িছে সে-একথা বুঝেও কেন বোঝ না।না বুঝিয়া হালচাল কুমির আনতে কাট খাল;মতিগতি বোঝা তোমার দায়।ও বন্ধু, … Read More
0 comments:
Post a Comment