Thursday, February 4, 2021

পদের গরম

এই যে তুমি শিক্ষিত খুব,
বিদ্যা তোমার হাজার রকম।
কিন্তু তোমার মনুষ্যত্বে 
দেখছি আমি বিশাল জখম। 
সেই জখমে পুঁজ জমেছে,
বাতাসে তার গন্ধ ছড়ায়।
সবাই ভোগে নানান রোগে,
ভুগছ তুমি বিবেক খরায়।
তোমায় জন্ম  দিতে গিয়ে 
জননী  যে কষ্ট  পেল,
সেই কষ্টের একশ ভাগই 
আজকে দেখি বৃথা গেল।
যে চেয়ারে বসে তুমি 
দেখাচ্ছ খুব পদের গরম,
তোমায় ধারণ করতে গিয়ে 
সেই চেয়ারও পাচ্ছে শরম।

0 comments:

Post a Comment