খাতা ভরে লিখিয়াছি প্রেসক্রিপশন,
হাবিজাবি নানারূপ ডেসক্রিপশন।
কলমের কালি শেষ গোটা তিন চার।
টয়লেটে গিয়েছি মোটে একবার।
বিভিন্ন আঙ্গিকে সাজিয়েছি লেখা।
তথ্যের সূত্র খোয়াবে যে দেখা!
মনীষীর বাণী আমি বানিয়েছি নিজে;
কথা বানাতে মোর ভালো লাগে কি যে!
বড় টাক যেভাবে বড় চুলে ঢাকে
সেভাবে সাজিয়েছি আমার লেখাকে।
(Senior scale first part, Bangladesh and current affairs, done)
0 comments:
Post a Comment