Saturday, May 15, 2021

একটি হারানো বিজ্ঞপ্তি

একটা জিনিস হারিয়ে গেছে,
পাচ্ছি না আর খুঁজে।
ক্যামনে তারে ফেরত পাব 
ভাবছি দু'চোখ বুজে।
অবাক হয়ে ভাবছি আমি
এই বয়সে এসে
জিনিসটা কি সময় স্রোতে
গেছে কোথাও ভেসে?
দশ কি বারো বছর আগেও
 সংগে  ছিল সে যে।
জানি না তার বিদায় ঘন্টা
উঠল কবে বেজে।
কোন সে চোরা করল চুরি
আমার জিনিসটাকে?
বলবি আমায় চুপটি করে
কেউ কি চিনিস তাকে?
এত বছর টের পাই নি,
কিন্তু এখন দেখি
হারিয়ে যাওয়া জিনিস ছাড়া
সব কিছু আজ মেকি। 
মিছাই আমি সেলফি তুলি
নানা রকম পোজে;
কিন্তু আমার অভাগা মন
তারেই শুধু খোঁজে।
'ইদ মোবারক' পাঠিয়ে দেই
আমি যাদের কাছে, 
তাদের নিকট হারিয়ে যাওয়া
জিনিসটা কি আছে?
আমার মত তারাও কি আজ
সময় নদীর বাঁকে
বেখেয়ালে ধীরে ধীরে
হারিয়েছে তাকে?
এসব কথা ভাবি যখন 
আসে না আর নিদ।
হারিয়ে গেছে আমার খুশির
ছোট্ট বেলার ইদ।

Related Posts:

  • উচ্চারণ নিয়ে'ইংরেজি উচ্চারণের কাছাকাছি ' বিবেচনায় বাংলা বানান লেখার চেষ্টা আমার কাছে অর্থবহ মনে হচ্ছে না। আপনার লেখা শব্দগুলো বাংলা ভাষার সাথে দুধে-আমে মিশে গেছে। তাই বাংলা বানান রীতি অনুসরণ করা আমার কাছে সঠিক মনে হয়। উদাহরণস্বরূপ বলা য… Read More
  • একটি হারানো বিজ্ঞপ্তি একটা জিনিস হারিয়ে গেছে,পাচ্ছি না আর খুঁজে।ক্যামনে তারে ফেরত পাব ভাবছি দু'চোখ বুজে।অবাক হয়ে ভাবছি আমিএই বয়সে এসেজিনিসটা কি সময় স্রোতেগেছে কোথাও ভেসে?দশ কি বারো বছর আগেও সংগে  ছিল সে যে।জানি না তার বিদায় ঘন্টাউঠল কবে বেজে।কোন স… Read More
  • প্রেমের উপাখ্যান আজ জানাবো ভালোবাসার শ্রেষ্ঠ উপাখ্যান-বৃষ্টির জল সৃষ্টি করে  মিষ্টি প্রেমের গান।সেই গানে  গাছের সবুজ আবিষ্ট হয় খুব;জলের পরশ মাখে দেহে, পুলকে দেয় ডুব।প্রেম পরশে গাছের দেহে নতুন সবুজ আসে;এই পৃথিবী সেই সবুজে নতুন করে হাসে।( লেখা … Read More
  • আজ মা দিবস?আজকে কি মা দিবস, নাকি গেছে কালকে?হরহামেশা গুলিয়ে ফেলি দিবস, মাস, সালকে।মায়ের সাথে ছবি দিব, কিন্তু কোথায় পাই?মা যে আমার গ্রামে থাকেন, এই শহরে নাই।গতকালই গ্রামে ছিলাম,ছিলাম মায়ের সাথে।আমার বাড়ির রান্না তুলে দিলাম মায়ের পাতে।কিন… Read More
  • চরম গরমচরমগরমক্লান্তি পরম।তাপেভাপেজীবন শাপে।কলেরজলেআগুন ফলে।মাঠে ঘাটেপরাণ ফাটে।হাওয়াপাওয়াকঠিন চাওয়া।… Read More

0 comments:

Post a Comment