একটা জিনিস হারিয়ে গেছে,
পাচ্ছি না আর খুঁজে।
ক্যামনে তারে ফেরত পাব
ভাবছি দু'চোখ বুজে।
অবাক হয়ে ভাবছি আমি
এই বয়সে এসে
জিনিসটা কি সময় স্রোতে
গেছে কোথাও ভেসে?
দশ কি বারো বছর আগেও
সংগে ছিল সে যে।
জানি না তার বিদায় ঘন্টা
উঠল কবে বেজে।
কোন সে চোরা করল চুরি
আমার জিনিসটাকে?
বলবি আমায় চুপটি করে
কেউ কি চিনিস তাকে?
এত বছর টের পাই নি,
কিন্তু এখন দেখি
হারিয়ে যাওয়া জিনিস ছাড়া
সব কিছু আজ মেকি।
মিছাই আমি সেলফি তুলি
নানা রকম পোজে;
কিন্তু আমার অভাগা মন
তারেই শুধু খোঁজে।
'ইদ মোবারক' পাঠিয়ে দেই
আমি যাদের কাছে,
তাদের নিকট হারিয়ে যাওয়া
জিনিসটা কি আছে?
আমার মত তারাও কি আজ
সময় নদীর বাঁকে
বেখেয়ালে ধীরে ধীরে
হারিয়েছে তাকে?
এসব কথা ভাবি যখন
আসে না আর নিদ।
হারিয়ে গেছে আমার খুশির
ছোট্ট বেলার ইদ।
0 comments:
Post a Comment