Sunday, May 9, 2021

আজ মা দিবস?

আজকে কি মা দিবস, নাকি গেছে কালকে?
হরহামেশা গুলিয়ে ফেলি দিবস, মাস, সালকে।
মায়ের সাথে ছবি দিব, কিন্তু কোথায় পাই?
মা যে আমার গ্রামে থাকেন, এই শহরে নাই।
গতকালই গ্রামে ছিলাম,ছিলাম মায়ের সাথে।
আমার বাড়ির রান্না তুলে দিলাম মায়ের পাতে।
কিন্তু  আমি সেই সময়ের  ছবি তুলি নাই।
তবে কি ব্যর্থ আমার  গোটা সফরটাই?

Related Posts:

  • ব্রাজিল বনাম আর্জেন্টিনা ব্রাজিল ৪-০ পেরু।স্ট্যাটাস আর্জেন্টিনা আর তার সমর্থকদের নিয়ে!!!আর্জেটিনা ১-০ উরুগুয়ে।স্ট্যাটাসে ব্রাজিল আর তার সমর্থকদের নাম।কোন এক বছরের এইচএসসি রেজাল্টের দিন বিকাল বেলা আমার এক ছাত্রী ফোন দিয়ে দীর্ঘক্ষণ কান্নাকাটি করছিল। এক… Read More
  • উচ্চারণ নিয়ে'ইংরেজি উচ্চারণের কাছাকাছি ' বিবেচনায় বাংলা বানান লেখার চেষ্টা আমার কাছে অর্থবহ মনে হচ্ছে না। আপনার লেখা শব্দগুলো বাংলা ভাষার সাথে দুধে-আমে মিশে গেছে। তাই বাংলা বানান রীতি অনুসরণ করা আমার কাছে সঠিক মনে হয়। উদাহরণস্বরূপ বলা য… Read More
  • একটি হারানো বিজ্ঞপ্তি একটা জিনিস হারিয়ে গেছে,পাচ্ছি না আর খুঁজে।ক্যামনে তারে ফেরত পাব ভাবছি দু'চোখ বুজে।অবাক হয়ে ভাবছি আমিএই বয়সে এসেজিনিসটা কি সময় স্রোতেগেছে কোথাও ভেসে?দশ কি বারো বছর আগেও সংগে  ছিল সে যে।জানি না তার বিদায় ঘন্টাউঠল কবে বেজে।কোন স… Read More
  • চরম গরমচরমগরমক্লান্তি পরম।তাপেভাপেজীবন শাপে।কলেরজলেআগুন ফলে।মাঠে ঘাটেপরাণ ফাটে।হাওয়াপাওয়াকঠিন চাওয়া।… Read More
  • প্রেমের উপাখ্যান আজ জানাবো ভালোবাসার শ্রেষ্ঠ উপাখ্যান-বৃষ্টির জল সৃষ্টি করে  মিষ্টি প্রেমের গান।সেই গানে  গাছের সবুজ আবিষ্ট হয় খুব;জলের পরশ মাখে দেহে, পুলকে দেয় ডুব।প্রেম পরশে গাছের দেহে নতুন সবুজ আসে;এই পৃথিবী সেই সবুজে নতুন করে হাসে।( লেখা … Read More

0 comments:

Post a Comment