Sunday, May 9, 2021

আজ মা দিবস?

আজকে কি মা দিবস, নাকি গেছে কালকে?
হরহামেশা গুলিয়ে ফেলি দিবস, মাস, সালকে।
মায়ের সাথে ছবি দিব, কিন্তু কোথায় পাই?
মা যে আমার গ্রামে থাকেন, এই শহরে নাই।
গতকালই গ্রামে ছিলাম,ছিলাম মায়ের সাথে।
আমার বাড়ির রান্না তুলে দিলাম মায়ের পাতে।
কিন্তু  আমি সেই সময়ের  ছবি তুলি নাই।
তবে কি ব্যর্থ আমার  গোটা সফরটাই?

Related Posts:

  • Senior Scaleখাতা ভরে লিখিয়াছি প্রেসক্রিপশন,হাবিজাবি নানারূপ ডেসক্রিপশন।কলমের কালি শেষ গোটা তিন চার।টয়লেটে গিয়েছি মোটে একবার।বিভিন্ন আঙ্গিকে সাজিয়েছি লেখা।তথ্যের সূত্র খোয়াবে যে দেখা!মনীষীর বাণী আমি বানিয়েছি নিজে;কথা বানাতে মোর ভালো লাগে … Read More
  •  আজ রাতে সাধ হলতারাদের সাথেআমিও জেগে জেগেঘুমাবো প্রভাতে।… Read More
  • বিষাদেও রঙিন যে থাকিবার পারে,বিষাদ তাহার কাছে বার বার হারে।… Read More
  • শহরের কংক্রিটে একটি গোলাপপারবে কি ছড়াতে সৌরভ তার?নাকি প্রাণহীন কাঠামোর প্রান্তে পড়েনিভৃতে একাকী মেনে নেবে হার?… Read More
  • পদের গরমএই যে তুমি শিক্ষিত খুব,বিদ্যা তোমার হাজার রকম।কিন্তু তোমার মনুষ্যত্বে দেখছি আমি বিশাল জখম। সেই জখমে পুঁজ জমেছে,বাতাসে তার গন্ধ ছড়ায়।সবাই ভোগে নানান রোগে,ভুগছ তুমি বিবেক খরায়।তোমায় জন্ম  দিতে গিয়ে জননী  যে কষ্ট  পেল,সেই কষ্টের… Read More

0 comments:

Post a Comment