Sunday, May 9, 2021

আজ মা দিবস?

আজকে কি মা দিবস, নাকি গেছে কালকে?
হরহামেশা গুলিয়ে ফেলি দিবস, মাস, সালকে।
মায়ের সাথে ছবি দিব, কিন্তু কোথায় পাই?
মা যে আমার গ্রামে থাকেন, এই শহরে নাই।
গতকালই গ্রামে ছিলাম,ছিলাম মায়ের সাথে।
আমার বাড়ির রান্না তুলে দিলাম মায়ের পাতে।
কিন্তু  আমি সেই সময়ের  ছবি তুলি নাই।
তবে কি ব্যর্থ আমার  গোটা সফরটাই?

Related Posts:

0 comments:

Post a Comment