বাপ মারব, মা মারব,
মারব বুড়ো নানাকে;
যাচ্ছি বাড়ি, পারলে থামা,
জানা লোকাল থানাকে।
কাপড় কিনসি হরেক পদের
কিনসি আরও জুতো।
এখন আমায় পারলে থামা,
মানছি না আর ছুঁতো।
ইদের খুশি সবাই মিলে
করে নিব ভাগ।
সেই খুশিতে মুরব্বিদের
জীবন গেলে যাক।
জনসংখ্যার বিস্ফোরণে
দেশটা দিশেহারা;
করোনাতেই কমুক মানুষ,
আসছি আমি দাঁড়া।
করব ইদের কোলাকুলি,
বুক লাগিয়ে বুকে;
করোনার শুভেচ্ছা দূত
মাস্ক দেব না মুখে।
নো টেনশন ঘুমাও সবে
নাকে দিয়ে তেল।
ইদের পরে দেশটা হবে
চূড়ান্ত এক হেল।
0 comments:
Post a Comment