Home »
» করোনার শুভেচ্ছাদূত
8:23 PM
বাপ মারব, মা মারব,
মারব বুড়ো নানাকে;
যাচ্ছি বাড়ি, পারলে থামা,
জানা লোকাল থানাকে।
কাপড় কিনসি হরেক পদের
কিনসি আরও জুতো।
এখন আমায় পারলে থামা,
মানছি না আর ছুঁতো।
ইদের খুশি সবাই মিলে
করে নিব ভাগ।
সেই খুশিতে মুরব্বিদের
জীবন গেলে যাক।
জনসংখ্যার বিস্ফোরণে
দেশটা দিশেহারা;
করোনাতেই কমুক মানুষ,
আসছি আমি দাঁড়া।
করব ইদের কোলাকুলি,
বুক লাগিয়ে বুকে;
করোনার শুভেচ্ছা দূত
মাস্ক দেব না মুখে।
নো টেনশন ঘুমাও সবে
নাকে দিয়ে তেল।
ইদের পরে দেশটা হবে
চূড়ান্ত এক হেল।
Related Posts:
ব্রাজেশিয়ার বদদোয়াব্রাজেশিয়ার বদদোয়া ভাগ্যের হেরফেরে এইবার পারে নাই;দল ঠিকই হেরে গেছে, দর্শক হারে নাই।লেখাবাজি চলছেই, রাজপথ ছাড়ে নাই।ব্রাজেশিয়া চাইছে মেসি যেন কাঁদে খুব,হেরে গিয়ে হতাশার মাঝে যেন দেয় ডুব।খসে পড়া তারকার দলে যেন আসে নাম।(অনেক তো … Read More
কাল এক্সামকাল এক্সাম, আসুন লিখি ছড়া ;মাথার ভিতর ঢুকছে না তো পড়া।কিংবা একটা গল্প বলুন -এক যে ছিল রাজা,পছন্দ সে করত তিলের খাজা।কিন্তু বইয়ের আজব আজব কথাআনন্দ তার করল ভাজা ভাজা।আচ্ছা এবার আসুন, বকছি আমি যা -তা।সবই আছে ঠিক, বিগড়ে গেছে মাথ… Read More
বিজ্ঞানী না নিয়ে আমি ঘরকে যাব নাখবরে প্রকাশ, বিজ্ঞপ্তি দিয়েও বাংলাদেশে বিজ্ঞানী পাওয়া যাচ্ছে না।বিজ্ঞানী – আল বোরহানএসপি, ডিসি, প্রশাসকের সোনার বাংলাদেশেজগদীশ আর সত্যেন বোসরা কোথায় গেল ভেসে?ঢাবির কাছে জিজ্ঞাসিলাম, বিজ্ঞানী কি আছে?বলল রেগে, "বিজ্ঞানী কি ধরব… Read More
চক্রচক্রকিছু পাপ জমা হয়ে গেছে;এখন জমাতে হবে পূন্য। বিপরীত কর্মের হলে কাটাকাটি ব্যালেন্স দেখাবে শূন্য।তারপর আয়েশ করে করা যাবে পাপজীবনে থাকুক না কিছু গোপন উত্তাপ।ভারী হয়ে গেলে পাপের বোঝা। শুরু হয়ে যাবে পূন্য খোঁজা।এভাবেই চলুক পাপ-… Read More
যে জলে আজ যাচ্ছি ডুবেযে জলে আজ মরছি ডুবে,তাতেই সাঁতার কাটছো যে!যে পথে আর বাড়াই না পা,সে পথে খুব হাঁটছো যে! যে সুর আর ভাল্লাগে না,সেই সুরে গান তুলছো যে!যে স্মৃতি মোর হয় না অতীত,তাকেই হঠাৎ ভুলছো যে!… Read More
0 comments:
Post a Comment