Friday, May 7, 2021

শুভ জন্মদিন (সাফায়েত কাদির)

বন্ধু তুই ছোট্ট থেকেই বড্ড বেশি ভাবুক।
ছোট ছোট কথাতে তোর সপাংসপাং চাবুক।
এই সমাজের অসঙ্গতি ক্ষিপ্ত করে তোকে।
ঠোঁট কাটা তোর এই কথাটা বলে নানান লোকে।
আমরা সবে ভয়ে থাকি কখন করি ভুল।
ভুল ধরতে ধরতে মাথার হারালি সব চুল।
এবার একটু সংসারি হ, ফুটাস না আর পিন।
আসল কথা ভুলেই গেছি - শুভ জন্মদিন।

Related Posts:

0 comments:

Post a Comment