Friday, May 7, 2021

শুভ জন্মদিন (সাফায়েত কাদির)

বন্ধু তুই ছোট্ট থেকেই বড্ড বেশি ভাবুক।
ছোট ছোট কথাতে তোর সপাংসপাং চাবুক।
এই সমাজের অসঙ্গতি ক্ষিপ্ত করে তোকে।
ঠোঁট কাটা তোর এই কথাটা বলে নানান লোকে।
আমরা সবে ভয়ে থাকি কখন করি ভুল।
ভুল ধরতে ধরতে মাথার হারালি সব চুল।
এবার একটু সংসারি হ, ফুটাস না আর পিন।
আসল কথা ভুলেই গেছি - শুভ জন্মদিন।

Related Posts:

  • শুভ জন্মদিন (সাফায়েত কাদির)বন্ধু তুই ছোট্ট থেকেই বড্ড বেশি ভাবুক।ছোট ছোট কথাতে তোর সপাংসপাং চাবুক। এই সমাজের অসঙ্গতি ক্ষিপ্ত করে তোকে।ঠোঁট কাটা তোর এই কথাটা বলে নানান লোকে।আমরা সবে ভয়ে থাকি কখন করি ভুল।ভুল ধরতে ধরতে মাথার হারালি সব চুল।এবার একটু সংসা… Read More
  • করোনার শুভেচ্ছাদূত বাপ মারব, মা মারব, মারব বুড়ো নানাকে;যাচ্ছি বাড়ি, পারলে থামা, জানা লোকাল থানাকে।কাপড় কিনসি হরেক পদেরকিনসি আরও জুতো।এখন আমায় পারলে থামা,মানছি না আর ছুঁতো।ইদের খুশি সবাই মিলে করে নিব ভাগ।সেই খুশিতে মুরব্বিদের জীবন গেলে যাক।জনসংখ… Read More
  • আজ মা দিবস?আজকে কি মা দিবস, নাকি গেছে কালকে?হরহামেশা গুলিয়ে ফেলি দিবস, মাস, সালকে।মায়ের সাথে ছবি দিব, কিন্তু কোথায় পাই?মা যে আমার গ্রামে থাকেন, এই শহরে নাই।গতকালই গ্রামে ছিলাম,ছিলাম মায়ের সাথে।আমার বাড়ির রান্না তুলে দিলাম মায়ের পাতে।কিন… Read More
  • উত্থান-পতননিজেরে নিজে মোটিভেট করিঃপতনেও অটল যে থাকিবার পারেউত্থান উঁকি দেয় তার গৃহ দ্বারে।সাময়িক পতনে হলে বিহবল,আজীবন পরাজয়ে পাবে তার ফল।… Read More
  • একটি হারানো বিজ্ঞপ্তি একটা জিনিস হারিয়ে গেছে,পাচ্ছি না আর খুঁজে।ক্যামনে তারে ফেরত পাব ভাবছি দু'চোখ বুজে।অবাক হয়ে ভাবছি আমিএই বয়সে এসেজিনিসটা কি সময় স্রোতেগেছে কোথাও ভেসে?দশ কি বারো বছর আগেও সংগে  ছিল সে যে।জানি না তার বিদায় ঘন্টাউঠল কবে বেজে।কোন স… Read More

0 comments:

Post a Comment