Saturday, August 6, 2022

গুজব

গুড জব'' এর ড' টা যদি হয়ে যায় গুম,
গুজব কেড়ে নেয় আরামের ঘুম।
'গুজব' এর উ - কারটা ফেলি যদি ছেটে,
গজবের পথে আসি কিছু দূর হেটে।
গুজব আর গজবের দেশে গুড জব
নষ্ট করার চলে মহা উৎসব। 
ক্ষমতার ক্ষীর খেয়ে কেউ চাটে হাত;
কেউ করে হা হুতাশ খালি হলে পাত।

নিরাপদ সড়ক চাই
অনিয়মের মড়ক চাই

(দয়া করে প্রথম কমেন্ট পড়ার পর কমেন্ট করুন)

প্রতিবাদের ফল

তুমি কর প্রতিবাদ, 
আমি লুটি ফল তার;
কেউ চাকে মধু খায়, 
কেউ খায় মল তার।

দিল্লি

এই শহরের অলস রোদে
ইতিহাস কাটে জাবর;
এই শহরে মসনদে বসে
বিশ্ব শাসান বাবর;
এই শহরের খোলা তলোয়ার
অসুরে করিয়া ভর
কত স্বপ্নের সমাধিতে গড়ে
দুঃস্বপ্নের ঘর;
এই শহরে মহাকবি তাঁর
ইটের ইন্দ্রজালে
সময়টাকে বন্দী রাখেন
কয়েক শত সালে;
আরব, তুর্কী, তাতার, হিন্দু
বাঙ্গাল, বেদুঈন-
এই শহরের সব রক্তই 
মিলেমিশে রঙ্গহীন।