এই শহরের অলস রোদে
ইতিহাস কাটে জাবর;
এই শহরে মসনদে বসে
বিশ্ব শাসান বাবর;
এই শহরের খোলা তলোয়ার
অসুরে করিয়া ভর
কত স্বপ্নের সমাধিতে গড়ে
দুঃস্বপ্নের ঘর;
এই শহরে মহাকবি তাঁর
ইটের ইন্দ্রজালে
সময়টাকে বন্দী রাখেন
কয়েক শত সালে;
আরব, তুর্কী, তাতার, হিন্দু
বাঙ্গাল, বেদুঈন-
এই শহরের সব রক্তই
মিলেমিশে রঙ্গহীন।
0 comments:
Post a Comment