Monday, June 13, 2022

কষ্টার্জিত বোধ

চারদিকে মোর থৈ থৈ করা কষ্টে
আর মানুষের কষ্ট কী তা বুঝি;
এক জীবনের অর্জন সব নষ্টে
এই জীবনে বেদনার রং খুঁজি।
তোমার সুখের লাগামে না পড়া টান
সুখ- সংগার ভুল ব্যাখ্যায় লিপ্ত;
আমার বেদনা রচে যে দুঃখের গান
সে গানে তোমার সুখ হয় উদ্দীপ্ত।

বন্ধু, আমি দুঃখ-দিনের মাঝি,
পারাপার করি বেদনা-কাতর যাত্রী
তোমার সুখের ঝকমকে কারসাজি
আমার চোখে তা যেন আঁধার রাত্রি।
তোমার প্রাপ্তি কি ঋন করেছে শোধ,
জিজ্ঞাসে মোর কষ্টার্জিত বোধ।

Related Posts:

  • গোকুলে বাড়িছে সে(একটা গান লিখলাম। এখন সমস্যা হল লিখতে পারি, কিন্তু গাইতে পারি না। Mahanam Brata Deep,  Will you try?)তোমারে বধিবে যে, গোকুলে বাড়িছে সে-একথা বুঝেও কেন বোঝ না।না বুঝিয়া হালচাল কুমির  আনতে কাট খাল;মতিগতি বোঝা তোমার দায়।ও বন্ধু, … Read More
  • ঘুম ভাঙা মাঝরাত ঘুম ভাঙা মাঝরাত স্মরণীয় হয়ে থাককবিতার সাবলীল ছন্দে;জাগিয়া গেলাম কি ঘুমন্ত মগজেরনানাবিধ চিন্তার দ্বন্দে?পৃথিবী ঘুমিয়ে আছে,আমি শুধু ভাবছিএত দিনে ঘটল কী প্রাপ্তি,কত দিন ধরনীর আলো আর বাতাসেরবে এই জীবনের ব্যাপ্তি।তিলে তিলে গড়া মোর… Read More
  • কী ঋন দেশের কাছেদেশ তোমাকে যতটা দিয়েছে,ফেরত দিয়েছ কত তার?কোথায়, কবে নজির রেখেছদেশের জন্য সততার? দেশকে ভাঙিয়ে বানিয়েছ টাকা,টাকা ভাঙিয়ে সুখ;টাকার বালিতে উটপাখি হয়েগুঁজে রেখেছ মুখ।দেশটা বানায় মাশরাফি আরসাকিব যত আছে।সাকিবেরা তবু ভুলে যায় সদাকী ঋ… Read More
  • পরশ্রীকাতরতা পরশ্রীকাতরতা তোমাদের সম্পদে বাড়ে মোর লোভ;বঞ্চিত হয়ে শুধু মনে জাগে ক্ষোভ।তোমাদের রোশনিতে মুখ করি ভার, মনে হয় এই আমার আরও দরকার। গোপন এক আগুনে পুড়ে হই ছাই।তুলনায় হেরে গিয়ে মনে ব্যথা পাই। এত কিছু একা একা কেন কর ভোগ?এই আমার তরে ক… Read More
  • একটি ভাষণএকটি ভাষণ- একটি হাতের তর্জনীতে অত্যাচারীর সকল আসন উলটে গেল প্রবল ঝড়ে। উলটে গেল সকল হিসাব শেখ মুজিবের বজ্রস্বরে।   একটি ভাষণ- একটি হাতের তর্জনীতে ভীষণ ভয়ে উঠল কাঁপন হানাদারের অসুর প্রাণে। সেই ভাষণের জলোচ্ছ্বা… Read More

0 comments:

Post a Comment