Thursday, October 30, 2014

সাদা মানুষ

প্রতিদিন না নিয়ে গেলে অথবা দিতে দেরি হলে ছাত্রী আমাকে জিজ্ঞেস করে, "তুমি কি জিনিসটা আনতে ভুলে গেছ? " আমিও ' জিনিসটা ' আনতে ভুলি না, দিতেও দেরি করি না। প্রতিদিনের মত আজকেও নিয়ে যাচ্ছিলাম।ডান হাতেরটির দাম এক টাকা আর বামটির দাম দু টাকা।ওদের এলাকায় বিদ্যুত  ছিল না।রাস্তাটা বেশ নিরিবিলি। হঠ্যাৎ ডান হাতেরটি পড়ে গেল। সাথে মোবাইল ছিল না। অন্ধকারে জিনিসটি খুঁজে পাচ্ছিলাম না।পাশ দিয়ে হেটে যাওয়া ভদ্রলোককে...

এভাবে তাকিয়ো না আর

এভাবে  তাকিয়ো না আর - হৃদয়ে ভূমিধস হবে; চেতনার লোডশেডিংয়ে বিপন্ন হবে ভাবের উৎপাদন ; গুজবের মত নিস্তব্ধতা ছড়িয়ে পড়বে কৈশিক জালিকাতেও; মগজের তলদেশ নাড়িয়ে দেবে একরাশ বিহ্বলতা; কবিতারা তখন গদ্য হয়ে যাবে। এভাবে তাকিয়ো না আ...