ঘুম ভাঙা মাঝরাত স্মরণীয় হয়ে থাককবিতার সাবলীল ছন্দে;জাগিয়া গেলাম কি ঘুমন্ত মগজেরনানাবিধ চিন্তার দ্বন্দে?পৃথিবী ঘুমিয়ে আছে,আমি শুধু ভাবছিএত দিনে ঘটল কী প্রাপ্তি,কত দিন ধরনীর আলো আর বাতাসেরবে এই জীবনের ব্যাপ্তি।তিলে তিলে গড়া মোর ভাবনার দুনিয়াকোথায়,কিভাবে পাবে ঠাঁই?আমার এ জগত যাকে আমি দিয়ে যাব সে মানুষ যদি না খুঁজে পাই?(মাঝরাতের স্ট্যাটাস। অসম্পূর্ণ রেখেই ঘুমিয়ে পড়েছিলাম। দিনে আবার লিখল...
ভালোবাসিতে লাগে কি হায় দিবসের অজুহাত?ভালোবাসা বয়ে আনে প্রতিটি রাঙা প্রভাত।যে বাবার কাঁধে চড়ে শৈশব হল পার,ভালোবাসা দিতে তাঁকে দিবস কি লাগে আর?যে মায়ের ভালোবাসা জঠরেই বাড়ে রোজ,বিশেষ দিবসে আমি নেব শুধু তাঁর খোঁজ? যে প্রিয়া হৃদয়ে তার তোমাকেই টের পায়,ফুল, উপহার বিনা সে কি দূরে চলে যায়?দেখানো ভালোবাসা জোড়া তালি দিয়ে হয়,প্রকৃত ভালোবাসা পলে পলে টিকে ...
এই যে তুমি শিক্ষিত খুব,বিদ্যা তোমার হাজার রকম।কিন্তু তোমার মনুষ্যত্বে দেখছি আমি বিশাল জখম। সেই জখমে পুঁজ জমেছে,বাতাসে তার গন্ধ ছড়ায়।সবাই ভোগে নানান রোগে,ভুগছ তুমি বিবেক খরায়।তোমায় জন্ম দিতে গিয়ে জননী যে কষ্ট পেল,সেই কষ্টের একশ ভাগই আজকে দেখি বৃথা গেল।যে চেয়ারে বসে তুমি দেখাচ্ছ খুব পদের গরম,তোমায় ধারণ করতে গিয়ে সেই চেয়ারও পাচ্ছে শ...