১।
বাংলা ভাষার অপূর্ব এক ডালে,
ভীষণ রকম সতেজ দু'টি ফুল
একটি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর
আরেকটি তার কবি কাজী নজরুল।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর
কাজী নজরুল বিদ্রোহী এক কবি,
নিপুণ ভাষায় এঁকেছেন এই দু'জন
মন- গহীনের ঝকমকে সব ছবি।
২।
বাংলা ভাষার বেড়ে গেছে জৌলুশ
বিশ্বকবির অঢেল সোনার ধানে,
বাংলা ভাষা হয়েছে বাঁধনহারা
নজরুলের মন মাতানো গানে।
বাংলা ভাষার প্রাণে ডেকে গেছে বান
কলমে যখন তুলেছেন এরা ঝড়,
অসত্য...