Thursday, May 8, 2014

একটি ঝড়ের সকাল

একটি ঝড়বিধ্বস্ত  সকাল বেলা
দৃশ্য -১ : 'মেনগেট ' থেকে তিনশো/ গজ পূর্বে, রাস্তার পাশে মরে পড়ে আছেন নাম না জানা বৃদ্ধ
দৃশ্য -২ : কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেবের বাড়ি সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের সীমানা প্রাচীর ধসে গেছে।প্রতিবছর দেয়ালের কিছুটা উপরে ঝুলতে থাকা যেসব টসটসে জাম্বুরার দিকে রাস্তা দিয়ে যাওয়ার সময় লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে থাকতাম, তাদের জ্ঞাতি ভাইদের অকালপ্রয়াণ ঘটেছে।
দৃশ্য -৩ :রাস্তায় রাস্তায়  অকাল মৃত্যুপ্রাপ্ত মেধাবী আমগুলো কেজি দরে বিক্রি হচ্ছে।(আমার জিহবায় জল, আমচাষীদের চোখে)
দৃশ্য -৪ : রুয়েটের সামনে গাছ ভেঙে বিদ্যুতের খুটি এবং তারের সাথে পেঁচিয়ে আছে।বিদ্যুত বিভাগের লোকজন ভাংগা গাছটাকে নামিয়ে আনার বিষয়ে গবেষণা করছে।
এছাড়া রাস্তায় হাজার সবুজ পাতা পড়ে আছে। রাত থেকে বিদ্যুত নাই।রাস্তা প্রায় অটোশূন্য।
কালবৈশাখী মোটেও রোমান্টিক নয়।

0 comments:

Post a Comment