তির তির অবিরাম, একটানা ঝরছে
আকাশের মুখ থেকে দুখ নাহি সরছে
পরিবেশ গম্ভীর, যেন গেছে চুপসে
বোঝা দায় সূর্যটা উঠছে না ডুবছে
জানালাটা জল খেয়ে হারাচ্ছে শোভা তার
সেলফিতে আলো নেই, নেই সেই প্রভা তার
শ্রমিকের মনে নেই আমোদের লেশটাও
কাজ নেই, নেই তাই জীবিকার চেষ্টাও
পাখিদের ডানা ভরা না উড়ার কষ্ট
ভিজে ভিজে বাসাগুলো হয়ে যাবে নষ্ট?
গরমের তেজ নেই, লাগছে না তৃষ্ণা
এই দিনে প্রিয়জন দূরে ঠেলে দিস না
এক হাতে তুলে নে কফি ভরা কাপটা
আর হাতে ছুঁয়ে দে বৃষ্টির ঝাপটা।
0 comments:
Post a Comment