Wednesday, July 8, 2020

বাহ! বানান!

'গরু' যদি 'গোরু' হয়
'তরু' হবে 'তোরু'
সরু পথ হয়ে যাবে
আরও বেশি 'সোরু'।
'গতি' তবে 'গোতি' হবে,
'ক্ষতি' হবে 'ক্ষোতি'
নেই কাজ তাই বলে
এই ভীমরতি! 
'কচি' যদি 'কোচি' হয়,
'মন' হবে 'মোন';
মাথা হবে এলোমেলো, 
হ্যাং হবে ফোন।
'ঈদ' গেল, 'ইদ' এলো,
বানানের চাপে
নামীদামী কলমও
আংগুলে কাঁপে।

Related Posts:

  • শেয়ার এবং সওয়াব তোমরা যারা  সুসংবাদের লোভে বা দুঃসংবাদের ভয়ে ধর্মীয় কন্টেন্ট শেয়ার কর, তাদের মেসেজের জবাবঃআমি পাঠাবো না। দেখি কি খারাপ খবর আসে। ইসলাম এত সস্তা না। ইসলামের পাঁচটি মৌলিক বিষয় অমান্য করলে ইহকাল বা পরকালে বিপর্যয়গ্রস্ত হতে পারি। … Read More
  • ঘৃণার থুতু না সারা কফের মত তীব্র ঘৃণার দলাবুকে জমে জমে অস্থিরতা বাড়ায়;তারপর একরাশ শক্তি সঞ্চার করেসে ঘৃণার সামান্য অংশ থুতু আকারেফেলতে পারি আরেক জনের মুখে।পরক্ষনেই দেখি আমার মুখওবরণ করেছে একদলা ঘৃণার থুতু।এভাবেই এগিয়ে যাচ্ছে স্বদেশ আমা… Read More
  • লোভ বনাম লালসাআমার ব্যক্তিগত ধারণা বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনবীর একজন প্রেম প্রতারক। কিন্তু মোসারাত জাহান মুনিরা কি শুধুই লোভী? নাকি তার অপরিণত নিউরনে ভালোবাসারও  অনুরণন ঘটেছিল? ঘটনা যাই হোক, আমার ছাত্রীদের বয়সী একটা মেয়ের এই করুন পরিণ… Read More
  • ইদ বনাম করোনাতোমরা যারা করছ নিষেধ, একটু থেমে ভাবএই ইদটা সারা জীবনে আর কি ফিরে পাব?এক বছরে বারোটি মাস, দুই খানা ইদ মোটে-সেই ইদেও নতুন কাপড় আর যদি না জোটেআনন্দ সব হবে মাটি, রঙ হারাবে ইদ।সেই দুঃখে এক সপ্তাহ আসবে না আর নিদ।দোহায় তোমার দোকান … Read More
  • আয় ঝড় আয়চারদিকে প্রচন্ড তাপদাহ। আমাদের সামাজিক জীবনও কেমন যেন উত্তপ্ত।  একটা ঝড় আসুক।প্রাকৃতিক ঝড় এবং ইতিবাচক পরিবর্তন  অর্থে সামাজিক ঝড়। নিচের ছড়ায় এই দুই প্রকারের ঝড়ই মিলেমিশে একাকার হয়ে গেছে।  ছড়াটি ঝড়ের ছন্দে অর্থাৎ দ্রুত তালে পড়… Read More

0 comments:

Post a Comment