চারদিকে প্রচন্ড তাপদাহ। আমাদের সামাজিক জীবনও কেমন যেন উত্তপ্ত। একটা ঝড় আসুক।প্রাকৃতিক ঝড় এবং ইতিবাচক পরিবর্তন অর্থে সামাজিক ঝড়। নিচের ছড়ায় এই দুই প্রকারের ঝড়ই মিলেমিশে একাকার হয়ে গেছে। ছড়াটি ঝড়ের ছন্দে অর্থাৎ দ্রুত তালে পড়তে হবে। আয় ঝড় আয়দিয়ে যা আমায়পাগলাটে বৃষ্টির ঝাপটা।আয় ঝড় আয়খোদার দোহায়হিম কর বাতাসের তাপটা। আয় ঝড় আয় মাটির মায়ায়মেটা তার বুকফাটা তেষ্টা। আয়...