Wednesday, May 26, 2021

উচ্চারণ নিয়ে

'ইংরেজি উচ্চারণের কাছাকাছি ' বিবেচনায় বাংলা বানান লেখার চেষ্টা আমার কাছে অর্থবহ মনে হচ্ছে না। আপনার লেখা শব্দগুলো বাংলা ভাষার সাথে দুধে-আমে মিশে গেছে। তাই বাংলা বানান রীতি অনুসরণ করা আমার কাছে সঠিক মনে হয়। উদাহরণস্বরূপ বলা যায়, ইংরেজি 'হসপিটল' বাংলায় হয়ে গেছে 'হাসপাতাল'। এখন বাংলা লেখায় এ শব্দটি ইংরেজি উচ্চারণ বা ইংরেজি উচ্চারণের কাছাকাছি কিছু লিখে প্রকাশ করলে তা ভালো লাগবে না। এরকম আরও অনেক ইংরেজি শব্দ আছে যা আমাদের অভ্যাসগত উচ্চারণের সাথে আত্তীকৃত হয়ে গেছে। সেগুলোকে আবার ইংরেজি উচ্চারণের কাছাকাছি নিয়ে যাওয়া মানে মিশে যাওয়া আম আর দুধকে জোর করে ল্যাবরেটরিতে পৃথক করার মত হবে। তাছাড়া ইংরেজি উচ্চারণের standard variety কোনটাকে ধরবেন? আসলে standard variety বলে পৃথিবীতে কিছুই নেই।যা আছে তা হল standard variety এর মিথ।

Related Posts:

  • পদের গরমএই যে তুমি শিক্ষিত খুব,বিদ্যা তোমার হাজার রকম।কিন্তু তোমার মনুষ্যত্বে দেখছি আমি বিশাল জখম। সেই জখমে পুঁজ জমেছে,বাতাসে তার গন্ধ ছড়ায়।সবাই ভোগে নানান রোগে,ভুগছ তুমি বিবেক খরায়।তোমায় জন্ম  দিতে গিয়ে জননী  যে কষ্ট  পেল,সেই কষ্টের… Read More
  • ঘুম ভাঙা মাঝরাত ঘুম ভাঙা মাঝরাত স্মরণীয় হয়ে থাককবিতার সাবলীল ছন্দে;জাগিয়া গেলাম কি ঘুমন্ত মগজেরনানাবিধ চিন্তার দ্বন্দে?পৃথিবী ঘুমিয়ে আছে,আমি শুধু ভাবছিএত দিনে ঘটল কী প্রাপ্তি,কত দিন ধরনীর আলো আর বাতাসেরবে এই জীবনের ব্যাপ্তি।তিলে তিলে গড়া মোর… Read More
  • Senior Scaleখাতা ভরে লিখিয়াছি প্রেসক্রিপশন,হাবিজাবি নানারূপ ডেসক্রিপশন।কলমের কালি শেষ গোটা তিন চার।টয়লেটে গিয়েছি মোটে একবার।বিভিন্ন আঙ্গিকে সাজিয়েছি লেখা।তথ্যের সূত্র খোয়াবে যে দেখা!মনীষীর বাণী আমি বানিয়েছি নিজে;কথা বানাতে মোর ভালো লাগে … Read More
  • দিবসের অজুহাতভালোবাসিতে লাগে কি হায় দিবসের অজুহাত?ভালোবাসা বয়ে আনে  প্রতিটি রাঙা প্রভাত।যে বাবার কাঁধে চড়ে শৈশব হল পার,ভালোবাসা দিতে তাঁকে দিবস কি লাগে আর?যে মায়ের ভালোবাসা জঠরেই বাড়ে রোজ,বিশেষ দিবসে আমি নেব শুধু তাঁর খোঁজ? যে প্রিয়া হৃদয়… Read More
  • কী ঋন দেশের কাছেদেশ তোমাকে যতটা দিয়েছে,ফেরত দিয়েছ কত তার?কোথায়, কবে নজির রেখেছদেশের জন্য সততার? দেশকে ভাঙিয়ে বানিয়েছ টাকা,টাকা ভাঙিয়ে সুখ;টাকার বালিতে উটপাখি হয়েগুঁজে রেখেছ মুখ।দেশটা বানায় মাশরাফি আরসাকিব যত আছে।সাকিবেরা তবু ভুলে যায় সদাকী ঋ… Read More

0 comments:

Post a Comment