একখানি ছোট সিট, আমি একেলা
দুই ধারে সবুজের দৌড়ের খেলা।
দুই হাত পাশে আছে প্রবেশের গেট,
তার পাশে বি আর এর ছোট টয়লেট।
তিনশত পনের টাকার এই সিট
খুলে দিতে পারবে কী ভাগ্যের গিঁট?
এই কথা ভাবি আর দাঁতে কাটি নখ
রহস্য হয়ে থাকে জীবনের ছক।
ট্রেন ছোটে ঢাকা পানে, গতি নামে- উঠে
দূরে ছোটে সাদা বক মাছ নিয়ে ঠোটে।
0 comments:
Post a Comment