মহাকাব্য হঠ্যাৎ শুরু হয়।
তোমার শুরু একদিনে হয় নি -
একদিনে তুমি হও নি 'বঙবন্ধু ',
একদিনে তুমি হও নি 'শেখ ';
তোমার 'মহামহা নামা '
লিখিত আছে
বাংলাদেশের
প্রতি নিঃশ্বাসে।
আমরা পরম ভক্তিতে সেই
লেখা পড়ি।
মহাকাব্যের অনেক নায়ক।
এদেশের নায়ক তুমি একজনই।
তোমার মত তর্জনী উঁচিয়ে
৭ মার্চের স্বপ্ন দেখে বিপ্লবীরা ;
তোমার মত ব্যাক ব্রাশ
করতে গিয়ে দেরি করে ফেলে প্রেমিকেরা;
আর দেশের কথা ভাবতে গিয়ে
তরুন -তরুনীরা মুজিব হতে চায়।
মহাকাব্যে মহাকবিদের স্থান
নেই।
তোমার মহামহা কাব্যে লেখক,
নায়ক -সবই তুমি।
তোমার প্রতিটি কথা, ভাষণ,
ভাবনা, জীবনের খুঁটিনাটি
সে কাব্যের প্রাঞ্জল ভাষা ;
তোমার ত্যাগ
বা জীবনক্ষয়ী সংগ্রাম
সে ক্যাব্যের সোনালি পৃষ্ঠা ;
মানুষের প্রতি তোমার
নিঃস্বার্থ ভালোবাসা
সে কাব্যের মজবুত বাঁধাই।
তাই তুমি মহাকাব্য নও,
তার থেকেও অনেক বড়।
0 comments:
Post a Comment