আপনি সাচ্চা মুসলমান,
দেখতে সুন্দর, ব্যবহারটাও অমায়িক।
কিন্তু আপনি সাম্প্রদায়িক!
কি করে বুঝবেন?
কথাগুলো মিলিয়ে নেন।
ভাঙেন নি কোনদিন
পূজার প্রতিমা নিজ হাতে।
কেউ ভাঙলে সাথে সাথে
ফেসবুকে করেছেন প্রতিবাদ,
ঝেড়েছেন স্ট্যাটাস গোটা ছয়।
কিন্তু আপনারও আনন্দ হয়,
মনে গোপন পুলক জাগে,
সারাদিন খামোখাই ভালো লাগে,
কেউ করলে এ কাজ।
আপনি সাম্প্রদায়িক,
সেই সাথে স্টান্টবাজ।
-আল বোরহান
Friday, October 23, 2020
Home »
» আপনি সাম্প্রদায়িক
আপনি সাম্প্রদায়িক
2:26 PM
No comments
Related Posts:
কষ্টার্জিত বোধচারদিকে মোর থৈ থৈ করা কষ্টেআর মানুষের কষ্ট কী তা বুঝি;এক জীবনের অর্জন সব নষ্টেএই জীবনে বেদনার রং খুঁজি।তোমার সুখের লাগামে না পড়া টানসুখ- সংগার ভুল ব্যাখ্যায় লিপ্ত;আমার বেদনা রচে যে দুঃখের গানসে গানে তোমার সুখ হয় উদ্দীপ্ত।বন্… Read More
প্রতিবাদের ফলতুমি কর প্রতিবাদ, আমি লুটি ফল তার;কেউ চাকে মধু খায়, কেউ খায় মল তার।… Read More
দিল্লিএই শহরের অলস রোদেইতিহাস কাটে জাবর;এই শহরে মসনদে বসেবিশ্ব শাসান বাবর;এই শহরের খোলা তলোয়ারঅসুরে করিয়া ভরকত স্বপ্নের সমাধিতে গড়েদুঃস্বপ্নের ঘর;এই শহরে মহাকবি তাঁরইটের ইন্দ্রজালেসময়টাকে বন্দী রাখেনকয়েক শত সালে;আরব, তুর্কী, তাতার,… Read More
গুজবগুড জব'' এর ড' টা যদি হয়ে যায় গুম,গুজব কেড়ে নেয় আরামের ঘুম।'গুজব' এর উ - কারটা ফেলি যদি ছেটে,গজবের পথে আসি কিছু দূর হেটে।গুজব আর গজবের দেশে গুড জবনষ্ট করার চলে মহা উৎসব। ক্ষমতার ক্ষীর খেয়ে কেউ চাটে হাত;কেউ করে হা হুতাশ খালি হ… Read More
চোখ১. চোখঅলৌকিক সৌন্দর্যের সবটুকু ভারনিরবে বহন করে চোখ দু'টো তার।সেই চোখে আমি যেন প্যারিসের ট্রয়;চাহনির তীরে ঘটে সদা পরাজয়।২. চোখের ভাষাচোখে তার বিশ্বের সব বই ঠাসা;প্রতিদিন পড়ে যাই সে কঠিন ভাষা।পড়ি যত, তত আমি হই দিশেহারা-একা বস… Read More
0 comments:
Post a Comment