শহরের কোলাহলে প্রাণ মরে কেঁদে;
প্রকৃতির মাঝে তাই যাই দলবেঁধে।
প্রমত্তা পদ্মার বুকে জাগে চর।
সবুজের মাঝে সেথা ছোট ছোট ঘর।
এখানে সেখানে দেখি নীল জলাশয়।
রোদে মাছ ঝলকায়, চলে নির্ভয়।
শীত এলে নেমে যায় বেড়ে উঠা জল
ঘাস খেতে মেতে উঠে গবাদির দল।
সবুজ খেয়ে বাঁচে শত শত প্রাণ।
তবুও টিকে থাকে সবুজের ঘ্রাণ।
এই তো আমার দেশ, এ আমার ভূমি।
এমন প্রকৃতি রেখে কোথা যাও তুমি?