লিখি আমি প্রেমের কবিতা-তাই ভাব আমায় প্রেমিক।যদি লিখি শ্রমের কবিতা,ভাববে কি আমায় শ্রমিক?এ যুগের কবি আমি ভাই,আমি মানব মনের প্রতিনিধি। আমার লেখায় ফুটে উঠেতোমাদের সব গতিবিধি। যে নারীর দেহ সৌরভে পুরুষের মনে জাগে কাম,প্রবল নির্মোহে আমিঅমর করি তার নাম।যে মেয়ের একরাশ চুলেসমীরণ সরব থাকে,লিখি যখন তাহারই কথাপ্রণয়িনী ভাবি যে তাকে।যে শ্রমিক ঘামের দামেজীবনের সুখ খুঁজে ফিরে,লিখতে গিয়ে তাকে নিয়েঢুকি...