Thursday, April 24, 2014

দয়া কর, ভিজে বাঁচি

কাক আর ডাকছে না কা -কা,
পুকুরে কাদাও নেই,
মাঠ করে খা -খা,
প্রকৃতির মন নেই ভালো,
বাতাসটা কোথা যে হারালো!
পাতাগুলো সেই শোকে
নড়ে নাকো আর ;
ভান্ডার খোল প্রভু অসীম কৃপার।
আকাশের মন কর ভারি,
নয়নে ঝরাও তার অজস্র বারি;
দয়া কর -ভিজে বাঁচি -জল দাও জল ;
অনন্ত, অসীম তুমি ; মোরা হীনবল।

0 comments:

Post a Comment