Saturday, December 31, 2022

বছরান্তের উপলব্ধি

বছর শেষের দুই উপলব্ধি

আশাবাদী উপলব্ধিঃ

অপ্রাপ্তির মাঝারি বাক্স -৫টি;
হতাশার কালো বড় বাক্স -১টি;
আত্ববিশ্বাসের অভাবে ভরা,
জংধরা টিনের বাক্স-১টি;
মন খারাপের নীল পোটলা -১টি;
উদ্যমহীনতা, লোভ জাতীয় ছোট ছোট
দুর্বলতা, দ্বিধা ইত্যাদিতে ঠাসা বড়
কাপড়ের ব্যাগ -১টি -
গুনেগুনে মোট ৯টি ব্যাগ চাপালাম
বুড়ো সূর্যের কড়া পড়া কাঁধে।
এতক্ষণে হয়তো পশ্চিমের শেষ
সীমানায় পৌছে গেছে সে।
সময়ের গহবরের আবর্জনা শাখায়
আমার মালামালসহ নিজের নামটাও
লিখিয়ে ফেলেছে হয়তো।
তার কথা থাক।
কাল সকালে সম্ভাবনার বড় বড় বাক্স নিয়ে
পূব দিয়ে আসবে নতুন সূর্য।
তাঁর প্রতীক্ষায় কাটাবো নির্ঘুম রাত।
সবার আগে তাঁকে স্বাগত জানাতে চাই।

নিরাশ উপলব্ধিঃ

খুশির বাতাসে দুঃখ ভাসে
মাত্রা ছাড়ানো  সীসার মত।
আরেকটি শেষ নিঃশ্বাসে
মহিমা হারায় নবজাত ক্রন্দন।
মুদ্রার দুই পিঠে থাকে দু'রকম বাস্তবতা;
আপেক্ষিকতার হেঁয়ালিতে
আটকা পড়ে মানব জীবন।  
এরই মাঝে বছর পালটায়।
টিকটিকির লেজের মত আমরাও 
খসাতে চাই পুরনো বাস্তবতা।
তাতে চক্রবৃদ্ধি হারে হতাশাই বাড়ে।

Thursday, December 29, 2022

মেট্রোভিমান

মেট্রোভিমান

হলে হোক চালু সাধের মেট্রোরেল। 
কাকের কি আসে যায় পাকে যদি বেল?
মফস্বলে আমাদের আছে তিন চাকা।
তাতেই চড়ে খুশি, যাবো না তো ঢাকা।ল

Tuesday, December 13, 2022

ব্রাজেশিয়ার বদদোয়া

ব্রাজেশিয়ার বদদোয়া 

ভাগ্যের হেরফেরে এইবার পারে নাই;
দল ঠিকই হেরে গেছে, দর্শক হারে নাই।
লেখাবাজি চলছেই, রাজপথ ছাড়ে নাই।

ব্রাজেশিয়া চাইছে মেসি যেন কাঁদে খুব,
হেরে গিয়ে হতাশার মাঝে যেন দেয় ডুব।
খসে পড়া তারকার দলে যেন আসে নাম।
(অনেক তো হইসে, এইবার তোরা থাম)

হার -জিত যাই হোক, তারকারা নেভে না
মেসিদের ভক্তরা কোন চাপ নেবে না।
জিতলেও সাথে আছি, আছি দল হারলেও, 
পারলেও সাথে আছি, আছি না পারলেও।