Sunday, April 29, 2018

How Hellish!

How hellish
not to reliish
a weather so lethargic!

Hilsha, hotchpotch
and then a long rest-
Life at its best.

Thursday, April 26, 2018

মেয়েছেলের ফুটবল

হাফ প্যান্ট পরলেই পেলে হওয়া যায় কি?
ভালো ঘর, বর ছাড়া মা -বাবা চায় কি?
ভালো ঘর, ভালো বর,  টুকটুকে বাচ্চা -
সংসারী মেয়েলোক মুসলিম সাচ্চা।
ফুটবলে লাথালাথি ছেলেদের সাজে খুব ;
মেয়েদের ফুটবল? বাজে,বাজে,  বাজে খুব।
মেয়েলোক খেলে আর পুরুষেরা তালি দেয়!
সমাজের মুখে এরা চুন আর কালি দেয়।
এদেশের সম্মান মেয়েলোক বাড়াবে?
এই কথা মন থেকে এক্ষনই তাড়াবে।
মেয়েলোক ভালো থাকে পর্দার আড়ালে,
হয় তার বদনাম মাঠে -ঘাটে দাঁড়ালে।

সতর্কতাঃ পাঠকের নিজস্ব ব্যাখ্যার জন্য লেখককে দায়ী করা যাবে না।

শেষ বলের হতাশা

আমার মত যারা আছেন
না ঘুমিয়ে জেগে,
যাদের চোখের পাতা থেকে
ঘুমটা গেছে ভেগে,
যাদের মনে শেষ বলটার
রিপ্লে হচ্ছে খুব,
যারা দিয়ে আছেন এখন
বিষন্নতায় ডুব,
হিসাব যাদের মিলছে নাকো
ক্যামনে হল কী যে,
কিন্তু শুধু চোখের জলে
যাচ্ছে কপোল ভিজে,
তারা এখন একঘন্টা
করতে থাকুন শাওয়ার;
আর না হলে চেষ্টা করুন
রান্না করে খাওয়ার।
ছোট কালের ছবি দেখুন
বড়কালকে ভুলে,
টিভি থেকে ডিশের লাইন
রাখুন এবার খুলে।
একশ' থেকে উলটা গুনুন
শুনুন প্রেমের গান,
সেই কাজটা করতে থাকুন
যাতে মজা পান।

এইচ এস সি পরামর্শ

আগামীকাল থেকে শুরু হতে যাওয়া এইচ এস সি পরীক্ষার্থী ছাত্রছাত্রী ভাইবোনদের জন্য অশেষ শুভ কামনা ও কিছু পরামর্শ-
১।  যারা এখন ফেসবুকে আছো, এই পোস্টটি পড়ার পর পরীক্ষার এই দেড় মাস ফেসবুক বাদ দাও। পরীক্ষাকালীন সময় ফেসবুক হচ্ছে গুজববুক। প্রশ্নফাঁসের বিভিন্ন গুজব পড়ালেখার প্রতি তোমাদের নিরবিচ্ছিন্ন মনোসংযোগের প্রধান অন্তরায়। ফেসবুক নির্ভর প্রস্তুতি নিলে এবছর হিতে বিপরীত হতে পারে।
২। মোবাইল ফোন বন্ধ না করলেও সাইলেন্ট করে রেখে দিতে হবে। বন্ধুদের সাথে এখন বেশি যোগাযোগ না করাই ভালো।বাতাসে ভেসে বেড়ানো না না গুজবের প্রধান বাহক এই সব বন্ধুরা।
৩। পরীক্ষার দিনগুলোতে   বাসা কাছে হলে ৯ টায় রওনা দেবে, একটু দূরে হলে সাড়ে আটটায়। যানজটের কথা মাথায় রেখে বাসা থেকে বের হতে হবে। সাড়ে নয়টার মধ্যে অবশ্যই কেন্দ্রে পৌঁছতে হবে।
৪। আজকে  সংশ্লিষ্ট কেন্দ্রে নিজের আসন দেখে আসবে।
৫। এখন হঠ্যাৎ ঝড়ের মৌসুম। ঝড় উঠলে কারেন্ট চলে যাবে। এত ছাত্রছাত্রীদের জন্য কেন্দ্রের পক্ষে বিকল্প আলোর ব্যবস্থা করা সম্ভব নয়। তাই প্রতি পরীক্ষাতেই মোমবাতি আর দেয়াশেলাই সাথে রাখতে হবে। (বিভিন্ন ধরণের ইলেক্ট্রনিক্স চার্জার লাইট কর্তৃপক্ষ এলাউ নাও করতে পারে।)
৬। প্রথমে দুই প্রকার উত্তরপত্র দিয়ে দিলে  হাজিরা খাতায় এমসিকিউ আর সিকিউ অংশে আলাদা আলাদা সই করবে। সইয়ের পর এমসিকিউ এর ও এম আর নাম্বার লিখবে। এমসিকিউ এর উত্তরপত্র জমা দিয়ে তারপর সিকিউ অংশ লেখার শুরুতে সিকিউ এর ও এম আর নাম্বার হাজিরা শিটে লিখবে। তাতে স্যারদের সময় ম্যানেজমেন্ট ভালো হবে।
৬। একটি এমসিকিউ প্রশ্ন পুরাপুরি পড়ে, সবগুলো অপশন দেখে তারপর বৃত্ত ভরাট করবে।
৭। সিকিউ অংশের প্রথম থেকে শেষ পর্যন্ত প্রশ্ন পড়ে নিয়ে তারপর সিদ্ধান্ত নিবে কোন গুলার উত্তর দিবে। যেগুলোর প্রস্তুতি ভালো আছে বলে মনে হবে সেগুলো লিখবে।
৮। বাংলা  প্রথমপত্রের এমসিকিউ এর প্রস্তুতি বেশি করে নিতে হবে। দ্বিতীয়পত্রের জন্য ব্যাকরণ অংশ।
ইংরেজি প্রথমপত্রের ফ্লো চার্ট, ক্লোজ টেস্ট উইদাউট ক্লুজ আর rearrangement এই তিন অংশ বেশি বেশি পড়তে হবে। ইংরেজি দ্বিতীয়পত্রের গ্রামার অংশের রুলস একনজর উদাহরণসহ দেখে নিতে হবে আর বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো একবার সলভ করতে হবে। গ্রামার অংশ ভালো পারলে সেই অংশ আগে লিখতে হবে। গ্রামারের সব আইটেম একাধারে শেষ করতে হবে।
৯। রোল, রেজি ইত্যাদি তথ্যের বৃত্ত সময় নিয়ে ভালো করে ভরাট করতে হবে। তাড়াহুড়ো করা যাবে না। ভুল বৃত্ত ভরাট করে ফেললে কোন কাটাকাটি করা যাবে না। তারপর সঠিক বৃত্তটি ভরাট করতে হবে।
১০। শেষ পাঁচমিনিট তাড়াহুড়ো করে উত্তর না লিখে আগেই লেখা শেষ করে ফাইনাল রিভিশন দিতে হবে। ফাইনাল রিভিশনে রোল, রেজি ইত্যাদি তথ্য আর প্রতিটি প্রশ্নের নাম্বারিং সঠিক আছে কিনা দেখে নিতে হবে।
১১। কোন অবস্থাতেই কোন প্রকারের অসদুপায় অবলম্বনের চিন্তা মাথায় আনা যাবে না। মোবাইল ফোন সাথে রাখার চিন্তা স্বপনেও করা যাবে না।
তোমাদের প্রতি রইল অশেষ শুভ কামনা আর দোয়া।

কালবৈশাখী

কালবৈশাখী!কালবৈশাখী!
কিসের এত রাগ?
সবুজ ধরায় ছোবল মারা
তুমি কি বিষ নাগ?

Skitto

বোগাস, রাবিশ সিম একটা,
Skitto তার নাম;
অল্প টাকায় এম বি দিলেও
হয় না কোন কাম।
গ্রামীণ ফোনের ভাঁওতাবাজি-
ওয়েটিং আর লেট;
ইচ্ছা করে আছড়ে ভাঙি
আমার সাধের সেট।
কিন্তু সেটের দোষ কোন নাই,
দোষ যত সব সিমে;
মাগনা  দিলেও লাভ কি বল
এমন ঘোড়ার ডিমে?

প্রাপ্তি ও বঞ্চনা

প্রাপ্তির উচ্ছ্বাসে  গিয়ে ভেসে
বঞ্চিতদের খুব  নিকটে এসে
পাওয়ার গল্প শুনাও  মিষ্টি হেসে;
তোমার গল্প নিতান্ত  একপেশে;
নাই দাম তার আমার দুঃখের দেশে।
আমি আমার ক্লান্ত দিনের শেষে
রইবো খুশি চির দুঃখীর বেশে।

Let's play a game

Let's play a game.
Let's every day  find out a person
Who has no privilege but a name;
Who has no food like ours,
No vehicles but legs,
No costly dress,
No shelter or trace
Of our long-enjoyng hapiness;
For whom the almighty stores no grace.
Let's ever day find out a person
and realize with shame
that we have no one to blame
And nothing more to claim.
So won't you play the game
And try your best to tame
Your unleashed ambition's flame?