Wednesday, June 24, 2015

সেলফি উইথ ছোট বোনের মেয়ে

সেলফি উইথ ছোট বোনের মেয়ে
(দেখলো না হায় আমার পানে চেয়ে
২৬তম দিনেও তাহার শুধুই ঘুমের ঝোঁক
দোয়া করি জ্ঞানে গুণে অনেক বড় হোক।

একটি রুটিন

ঘুম ভাঙার পর থেকে
বের হবো না ঘর থেকে
বিসিএস (ভাইভা) একটানা
তারপরই খাবো খানা
দশটা থেকে এমসিকিউ
বিগ সিলেবাস -ওল্ড আর নিউ
দুপুর বেলা অন্ন গিলে
গ্রুপ স্টাডি পাঁচে মিলে
রাতের বেলা ঘন্টা তিন
লিটারেচার প্রতিদিন
ব্যাংক স্টাডি শোয়ার আগে
রুটিন করতে ভালোই লাগে
হয়না শুধু কাজের কাজ
পড়বো, লড়বো -শপথ আজ।

পুড়িতে চাহি না আমি বোমার অনলে

পুড়িতে চাহি না আমি বোমার অনলে,
বাসে -ট্রেনে নিরাপদ ফিরিবার চাই।
এই গণতন্ত্রের রাক্ষুসে রূপে
স্বাভাবিক মরনের গ্যারান্টি নাই!

অভিশাপ

যে জন ছুঁড়ে পেট্রোলবোম,
যে দেয় তাকে টাকা,
তাদের চৌদ্দগুষ্ঠি মরুক,
করুক ভিটা খাঁখাঁ।

বিবেকের গণকবরে

বিবেকের গণকবরে
শুয়ে আজ ষোল কোটি লাশ -
পচনের স্তর জুড়ে
বর্ণিল পোকাদের বসবাস।

মেয়েটির নাম জারা

মেয়েটির নাম জারা
সব কাজে শুধু তাড়া
পিছনে সে লাগে যদি
যায় না তো আর পারা!
হাটে না সে, ছুটে চলে
যেন ফুল ফুটে চলে
উচ্ছ্বাস বান ডেকে
শুধু তার রুটে চলে।
যখন সে রেগে থাকে
সারারাত জেগে থাকে
আম্মুটা না ঘুমিয়ে
তার সাথে লেগে থাকে।
খায় না সে, শুধু গেলে
অর্ধেকই দেয় ফেলে
খেতে খেতে দেয় ঘুম
স্বপ্নের ডানা মেলে।
(আমরা শিশু -১)

আজ জিতলে

বাংলাদেশ আজ জিতলে
রাতে হবে খিচুড়ি, ইলিশ,
আর চিকেন রোস্ট।
আর হারলে শুকনো দুটো টোস্ট।
বেস্ট অব লাক
ইংলিশ শিবির মারুক
তিন চারটা ডাক।
স্লগ ওভারে কথা কম,
হবে শুধু কোপ
বল শুধু যাবে ছুঁয়ে
এডিলেডের রোপ।
বাক বাকুম পায়রা!!!
একশো করল ভায়রা!!!

হ্যাপি-রুবেল

হ্যাপির আগুনে পুড়িয়া পুড়িয়া
রুবেল হইলো খাটি
স্লোগানে স্লোগানে কেঁপে উঠে তাই
বাংলাদেশের মাটি।
হ্যাপিতে মোদের রাগ নেই আর
রুবেলে সবাই হ্যাপি
" বাংলাদেশ " "বাংলাদেশ "
আওয়াজ বিশ্বব্যাপী।

যে সবে বঙ্গেত জন্মি

যে সবে বঙ্গেত জন্মি সাপোর্ট করে ভারত,
সে সব মানুষরূপী মল -মূত্রের আড়ত।

মুড়ি-চানাচুর

মুড়ির সাথে মেশে যখন
বড় দানার চানাচুর,
জিহ্বা আমার গন্ডি ছেড়ে
বেরিয়ে আসে অনেকদূর
লংকা তখন কান্ড ঘটায়,
তেল পিয়াজ আর লবণে
বাদলা দিনের এই রেসিপির
সুবাস পাঠায় পবনে।

আমার কৈফয়ত

আমি কেন লেখি
আবোল তাবোল -
কৈফত তার
নানান দিতে হয়।
মনের ভেতর বাজলে
কথার ডুগডুগি
জানান দিতে হয়।

তামিম

আজকে যারা তামিম বলে লাফাচ্ছিস,
মাঠ এবং ফেসবুকটা কাঁপাচ্ছিস,
কালকে তারই বাপ -মা তুলে গাল দিবি।
অন্য কারো সফলতায় তাল দিবি।

বাংলাধোলাই

আমরা যাদের দেই বাংলাধোলাই
তাদের মোরা ক্রিকেট খেলা ভোলাই।
পাকিগুলোর নতুন করে
শিখতে হবে খেলা।
আয় ইন্ডিয়া, অস্ট্রেলিয়া
ঋণ জমেছে মেলা।
আয় খেলে যা, আয় আয় আয় --
ডাকছি তোদের মাঠে ;
চিরতরে 'ভাইঙ্গা দেবো '
থাকবি শুয়ে খাটে।

মিরপুরে শুয়ে আমি খেলা দেখি টিভিতে

আমার এই দুঃখ
থাকবে না রেকর্ডের পাতাতে,
থাকবে না হিসাবের খাতাতে,
থাকবে না চাকরির সিভিতে -
মিরপুরে শুয়ে আমি
খেলা দেখি টিভিতে।

আমি ছিলাম কোথায়, আছি কোথায়

আমি ছিলাম কোথায়, আছি কোথায়,
যাবো কোথায়- জানি নারে!
আমায় নিয়ে খেলছে কে যে,
কোথায় সে যে - জানি নারে!
এ দুনিয়ার মঞ্চে আমি কার নাটকে
হাসি,কাঁদি, সময় কাটাই,
কার হাতে মোর ঘুড়ির লাটাই-জানি নারে!
আমি জানতে তারে বারেবারে
হোঁচট খেয়েও সামনে হাটি;
আমার ভিটেমাটি ছেড়েও
তারে যায় না ধরা;
তারে যায় না ধরা, যায় না গড়া,
যায় না তাড়ে আপন করা;
সে যে আছে কি নাই
বুঝা যে দায়!
মেনেও তারে মানি নারে!
আমি ছিলাম কোথায়, আছি কোথায়,
যাবো কোথায়- জানি নারে!

এই গরমে মাটির দেহে
কাপড় রাখা দায়
(ভাবছো কি তাই আমার দেহে
কোন কাপড় নাই?
থেকে থেকে মনটা শুধু
জলের পরশ চায়
আয় বৃষ্টি আয়
কলের জলে মন ভরেনা
মরি বিতৃষ্ণায়

বিসিএস ভাইভা

34th BCS Viva Question :
(Sub: English)
Sir : Introduce yourself
Madam1: Who is your favourite poet? (Wordsworth)
-Why favourite?
-Name one of his poems.(Tintern Abbey)
-Tell me its full title
-What is his sister's name?
-What is her suggestion to her brother? (don't know)
Madam2: five or four questions about effective language teaching.
Sir : Who is prof. Zillur Rahman Siddiki? Tell me something about his contribution to the education of RU (Fatiye disi)
Madam 1: Who is your fav teacher in EDRU? why?
Sir: Who is SIC? (prof. Sirajul Islam Chowdhury, Didn't know)
(Some other informal and personal questions)

কোথাও কেউ নেই

আমার পায়ের তলার শক্ত মাটি
যাচ্ছে দূরে সরে ;
মরিয়া বাঁচিতাম আমি ,
বেঁচেও আছি মরে।
আমার পর হলো সব আপনজনে,
পর হলো নিজ দেহ,
পর হলো দশ টাকায় কেনা
মনভোলানোর স্নেহ।

ইভান ইলিচের মত একদিন

ইভান ইলিচের মত একদিন
ধুম করে মরে রবো পড়ে ;
পৃথিবী কি পাল্টাবে তাতে?
সূর্য কি ঘুমাবে সে ভোরে?
প্রেয়সী কি বাঁধবে না চুল?
জননী কি রাঁধবে না ভাত?
খোকাটা কি ক্ষুদ্র সে হাতে
ধরবে না অন্যের হাত?

রান্না

রান্না একটা শিল্প । জিহ্বা দিয়ে শুধু এই শিল্পের সমঝদার হলে চলবে না , হাত দিয়েও সে শিল্প সৃষ্টি করতে হবে। বগুড়ায় হাতেমের হেঁশেলে সেই শিল্পেরই চর্চা করলাম আজ সকালে। জীবনে দ্বিতীয়বারের মত মাংস রান্না করলাম। প্রথমবারের মাংস কে বা কারা খেয়েছিল সে কথা জানতে চেয়ে লজ্জা দিবেন না। তবে এইবারের মাংস আমি আর হাতেম খাবো ইনশাল্লাহ।
আমার কাছে রান্নায় সবচেয়ে কঠিন লেগেছে লবণের সঠিক পরিমান নির্ধারণ করা । ভয়ে ভয়ে, চেখে চেখে তিন, চার কিস্তিতে লবণ দিয়েছি। তারপর পানিতে যখন টান ধরল, তখন চেখে দেখি লবণ অনেক বেশি হয়ে গেছে। তাড়াতাড়ি হাতের কাছে থাকা বরবটি কেটে দিলাম খানিকটা । তাই এই পদটাকে বরবটি মাংসের foolfry বলা যেতে পারে। যাহোক, রান্না শেষে কিন্তু বরবটির কোন চিহ্ন খুঁজে পেলাম না।

পদ


বড় যদি হতে চাও ছোট হও আগে
বড় হতে হলে তাই ছোট হওয়া লাগে
তোমার পদের ঝাঁঝ যদি হয় খুব
একাকিত্বের মাঝে দিতে হবে ডুব
সামনে সালাম পাবে, পিছে পাবে গালি
তোমার অমঙ্গলে পাবে হাততালি
পদ ছোট বড় হয়, মানুষতো নয়
ভালোবাসা দিয়ে তাই সব কর জয়