Tuesday, July 29, 2014

কিছু মরণ

কিছু মরণ হরণ করে
ভাল লাগা বা ভাল থাকার সুখানুভূতি,
মগজের তলদেশ নাড়িয়ে
ঘোলা করে চেতনার শুদ্ধতা,
পোশাকের সব গিঁট খুলে
নগ্ন করে আমাদের সভ্যতাকে।
কুকুর তখন দাবি করে,
“আমিই আশরাফুল মাখলুকাত”।
সংশয়ের ঘোলা চোখে
সেই দাবি মেনে নিয়ে
আমরা ব্যস্ত হয়ে পড়ি
মসজিদ, মন্দির, গীর্জা,
সিনেগগ আর প্যাগোডায় -
বিবেকের মৃত্যুর হাজার বছর পূর্তিতে
সিন্নির রমরমা আয়োজনে।

Thursday, July 24, 2014

বন্ধু থেকো পাশে

যখন থাকে না জোর জীবনের বোধে
হতাশা তেড়ে আসে বিনা প্রতিরোধে
তখন বন্ধু তুমি থেকো মোর পাশে
বিশ্বাস যোগান দিয়ো প্রতি নিঃশ্বাসে

প্রতিভা

প্রতিভাকে লালন করা জানতে হয়,
শাস্তি দিয়ে দায় এড়ানো যায় না যে ;
যারা শুধু করে পদের পোদ্দারি
তারা নিজের ভুল দেখতে পায় না যে।
আগে তোরা নিজের ভিতর স্বচ্ছ হ,
তাহার পরে জাতির কানে রায় শোনা
তোদের মত হীরক রাজার জন্য হায়
যুগে যুগে বাঙালি হারায় সোনা।

উপহাস করো কেন?

From an ardent supporter of Arzentina to some fanatic supporters in general,
নাই বা হলে সমব্যথী,
উপহাস করো কেন?
অপরের বেদনায়
আনন্দে মর কেন?
ঘরে আছে মা আর বোন,
ফিফাতেও খেলা আছে খুব ;
একদিন প্রতিদিন নয় -
তোমাকেও দিতে হতে পারে
হতাশায় ডুব।
সেই দিন এই ঋণ হয় যদি শোধ,
জানি তবু জাগবে না বাঙালির বোধ।

ক্ষেপা বাউল এবং আল বোরহান

ক্ষেপা বাউল :
ভালোবাসা মরে যায়
মুগ্ধতা মরে না
মুগ্ধ প্রেমিক তাই
ভালোবাসা করে না..

Al Borhan :
নিঃশ্বাসে প্রতিবার
মুগ্ধতা টানে সে/না জানি কত
প্রাণে হাহাকার আনে সে

ক্ষেপা বাউল :
গোপনে হৃদয়ে নীল
ছুড়ি হানে সে..

Al Borhan :
কত চাওয়া গত হয়
সে কথা কি জানে সে?

ক্ষেপা বাউল :
জানলে তো হৃদয়ের
থাকতো এইখানে সে!

Al Borhan :
চোখে থাকে কথামালা,
বোঝে না তো মানে সে

ক্ষেপা বাউল :
বেকুবের মত
খালি দেখে বামে ডানে সে..

Al Borhan :
দৃষ্টি মেলে ধরে সুদূরের পানে সে/
মাতে নাকো একবারও আমাদের
গানে সে

ক্ষেপা বাউল :
মাতে নাকো জোৎস্নার
রূপালী স্নানে সে..

Al Borhan :
না হতে খাঁচার
পাখি থাকে সাবধানে সে/
ভাসে না তো সস্তা পিরিতের
বানে সে

ক্ষেপা বাউল:
মুগ্ধ হয় না ভয়ে গোলাপের
ঘ্রাণে সে..

Al Borhan:
কষ্টের খোসা ঝেড়ে স্বপ্ন
ভানে সে/ফোটায় শতফুল শক্ত
শানে সে

ক্ষেপা বাউল :
বসে থাকে একা দিবসের
অবসানে সে

Al Borhan:
"এই বার থেমে যাও " -
বলে কানে কানে সে

ক্ষেপা বাউল:
যদিও ব্যপক মজা পায় শেষ
দানে সে..

ডি মারিয়া

ডি মারিয়া
গোল পোস্ট ছাড়িয়া
বল মারে আকাশে
খেলোয়ার পাকা সে

নানি

অনেকের কাছে তার আবদার,
"দে না কিছু ভাই।"
"চাকরিটা বড় পাবি,
বউ পাবি, ঘরও পাবি -
দুই টাকা নাই? "
"বুনডি, দে না কিছু তোরা ;
হ্যানসাম বর পাবি,
টাকাওয়ালা ঘর পাবি,
ছেলে হবে জোড়া।
এই ভাবে দিন তার হয় পার
বয়সটা বাড়ে ;
সব তাকে ছেড়ে যায়, দুঃখ
নাহি ছাড়ে।

কাঁদে না শুধু যারা জানোয়ার


আজ মাহে রমাদান কেঁদে হয়রান,
বনের বাঘও কেঁদে দেয় গালি,
আজ নীল আকাশের চোখে বর্ষণ,
হাহাকারে তার বক্ষ খালি।
আজ বজ্র কাঁদে, কাঁদে সুনামি,
কাঁদে পায়রা ডানা মেলে তার -
কাঁদে না শুধু যারা জানোয়ার।
আজ ভূমধ্যসাগরের জল
কান্নাতে হয় নোনতা আরো,
আজ সাহারা মরুর বালির পরতে
কান্নার নীল দেখ কত গাঢ়!
আজ কাঁদে নববী, কাঁদে আকসা,
আগুন কেঁদে করে ছারখার।
কাঁদে না শুধু যারা জানোয়ার।

Wednesday, July 23, 2014

অসংজ্ঞায়িত

কোন কাজেই প্রাণের সাড়া পাচ্ছি না
হাটছি ধীরে, কিন্তু কোথাও যাচ্ছি না।
চিন্তাগুলো সোজা পথে হাটছে না
বাড়ছে বছর কিন্তু সময় কাটছে না

আগ্রহ নেই কিন্তু আবার
অবসাদেও ভুগছি না ;
কাছের মানুষ সরছে দূরে,
থাকছে হয়ে মুখ চিনা।
এই সমাজে রংচটা সুখ,
মনটা তাতে জুড়ছে না
ভাগ্যদেবী দিলেন গাড়ি,
কিন্তু চাকা ঘুরছে না।

হাটছি ধীরে কিন্তু কোথাও যাচ্ছি না
কোথাও যাওয়ার পথটা খুঁজে পাচ্ছি না
আমার মত হেটেও যারা হাটছে না,
তাদেরও কি সময় ভালো কাটছে না?