Thursday, July 24, 2014

কাঁদে না শুধু যারা জানোয়ার


আজ মাহে রমাদান কেঁদে হয়রান,
বনের বাঘও কেঁদে দেয় গালি,
আজ নীল আকাশের চোখে বর্ষণ,
হাহাকারে তার বক্ষ খালি।
আজ বজ্র কাঁদে, কাঁদে সুনামি,
কাঁদে পায়রা ডানা মেলে তার -
কাঁদে না শুধু যারা জানোয়ার।
আজ ভূমধ্যসাগরের জল
কান্নাতে হয় নোনতা আরো,
আজ সাহারা মরুর বালির পরতে
কান্নার নীল দেখ কত গাঢ়!
আজ কাঁদে নববী, কাঁদে আকসা,
আগুন কেঁদে করে ছারখার।
কাঁদে না শুধু যারা জানোয়ার।

0 comments:

Post a Comment