Tuesday, April 14, 2015

বেদনা, হাসি থাকে পাশাপাশি

উৎসবের দিনে না না কারনে দুঃখ বাড়ে আমার।এটা অনেক দিন ধরেই হয়ে আসছে। P B Shelley যথার্থই বলেছেন -
We look before and after,
And pine for what is not :
Our sincerest laughter
With some pain is fraught:
Our sweetest songs are those that tell of saddest thought.
দুঃখ ভারাক্রান্ত মনে বসে বসে এর অনুবাদ করলামঃ
অতীতের মাঝে আশা খুঁজে ফিরি
ভবিষ্যতেও ঘুরে আসি খুব ;
যা ছিল না কভু তার তালাশে
জীবন খোয়াতে ভালোবাসি খুব।
প্রাণখোলা মোর হাসির পরতে
কান্নার জল লুকিয়ে থাকে ;
সে গান হলো সবচে' মধুর,
যে গান বেদনা সতেজ রাখে।

Tuesday, April 7, 2015

খোদার দোহাই

পুড়ুক স্বপ্ন গদির,
পুড়ুক  আশা 'যদি 'র
পুড়ুক হাড়ির ভাত
পুড়ুক মোমের রাত
পুড়ুক  গাড়ির তেল
চুলায় পুড়ুক বেল
পুড়ুক  শীতের খর
পুড়ুক  দুধের সর
পুড়ুক প্রেমিক মন
তাপে পুড়ুক বন
পুড়ুক কয়লা,  পথের ময়লা,
পুড়ুক  সবই,  ওরে  -
খোদার দোহাই শুধু যেন
মানুষ নাহি পোড়ে।

খাই খাই

খাই খাই
সব খাই -
টাকি খাই, চ্যাং খাই
মুরগির ঠ্যাং খাই
গরু খাই, খাসি খাই
তাজা খাই, বাসি খাই
কোয়েলের ডিম খাই
ভাতে দিয়ে সিম খাই
রসুনের চপ খাই
ধীরে, গপাগপ খাই
কালাইয়ের রুটি খাই
আইসক্রিম ফ্রুটি খাই
দই দিয়ে চিড়া খাই
বাটা কালিজিরা খাই
মুড়ি -চানাচুর খাই
চেটে ঝোলা গুড় খাই
লাউ দিয়ে শোল খাই
দু রকম ঘোল খাই
আলু, কলা 'ছানা ' খাই
মলা, ডানকানা খাই
মসুরের ডাল খাই
টক খাই, ঝাল খাই
বড় চমচম খাই
বেশি খাই, কম খাই (!)
ডায়েটে (!) শসা খাই
তাজা রুই কষা খাই
রাতে খাই, দিনে খাই
ফাও খাই, কিনে খাই
বাসকের পাতা খাই
জামরুল, আতা খাই
হেটে খাই, বসে খাই
মহল্লা চষে খাই
নারকেল -শাঁস খাই
শীতে রাজহাঁস খাই
খেয়ে খাই, যেয়ে খাই
যাতনা পেয়ে খাই
পান খাই, নান খাই
ওলকচু, মান খাই
নখে ভরে চিপস খাই
বড়দের টিপস খাই
হেসে খাই, কেঁদে খাই
কাঁচা খাই, রেঁধে খাই
অযথাই মুড়ি খাই
সন্ধ্যায় পুরি খাই
চাপা বেল্ট খুলে খাই
নিজ হাতে তুলে খাই
দই খাই, খই খাই
হাইব্রিড কই খাই
বোয়ালের পিস খাই
শিশুদের কিস খাই
আম খাই, জাম খাই
ভ্রমণে 'মাম ' খাই
মিটিংয়ের শেষে খাই
আড্ডাতে ফেঁসে খাই
সুপ ককটেল খাই
বাসি পেটে বেল খাই
রোগে ভুগে ফল খাই
প্রেমে ডুবে জল খাই।।।

পরাজয় আসে যদি!

বসে আছি রুমহীন
সারারাত ঘুমহীন
কিছুক্ষন  পরপর
বুক করে ধড়ফড় -
পরাজয় আসে যদি!
জলে চোখ ভাসে যদি!
কু ডাক ডাকে মন
মনমরা থাকে মন
চাপ চাপ শুধু চাপ
চা খাই চার কাপ
কাল কি যে হবে ভাই!
হাসি টিকে রবে ভাই?
যাই হোক হোক না!
পরাজয়ে  শোক না
জয়ে কি যে করবো!
আনন্দে মরবো।