Monday, January 22, 2018

বিদ্যা দাও

বিদ্যা দাও, শক্তি দাও তা  বহিবার;
ধৈর্য্য দাও হে পর মতবাদ সহিবার।
জ্ঞানের ভারে মাথা যেন থাকে নত,
জ্ঞানের প্রকাশে থাকি যেন সংযত।
প্রদীপ হয়ে  প্রদীপ শিখা জ্বালাই,
আঁধার দেখে কভু যেন না পালাই।
জ্ঞানের সাথে ভালোর গড়ি বাঁধন,
মনুষ্যত্বের বিকাশে জ্ঞানের সাধন
করতে যেন থাকি সদা তৎপর;
সাবলীল হোক জ্ঞানের কণ্ঠস্বর।