Monday, June 13, 2022

কষ্টার্জিত বোধ

চারদিকে মোর থৈ থৈ করা কষ্টে
আর মানুষের কষ্ট কী তা বুঝি;
এক জীবনের অর্জন সব নষ্টে
এই জীবনে বেদনার রং খুঁজি।
তোমার সুখের লাগামে না পড়া টান
সুখ- সংগার ভুল ব্যাখ্যায় লিপ্ত;
আমার বেদনা রচে যে দুঃখের গান
সে গানে তোমার সুখ হয় উদ্দীপ্ত।

বন্ধু, আমি দুঃখ-দিনের মাঝি,
পারাপার করি বেদনা-কাতর যাত্রী
তোমার সুখের ঝকমকে কারসাজি
আমার চোখে তা যেন আঁধার রাত্রি।
তোমার প্রাপ্তি কি ঋন করেছে শোধ,
জিজ্ঞাসে মোর কষ্টার্জিত বোধ।