Monday, August 9, 2021

হবু বনাম গবু

হবু বনাম গবু 

গরীব হবুর বাড়ি গবু আসতে কভু চায় না।
হাজার চেষ্টা করেও হবু গবুর দেখা পায় না।
আসি আসি বলেও  গবু আসতে তবু চায় না।
আসবে গবু যদি হবু  মানে সকল বায়না।
বায়না তো নয়, এ যেন ভাই না আসারই ধান্দা।
কিন্তু হবু জন্ম থেকেই খুবই নাছোড়বান্দা। 
বায়না মত আনল হবু বাঘের দুধের পায়েসও।
মিটালো সে ধনী গবুর অদ্ভুত সব খায়েশও। 

বিশ্বজুড়ে গবুর সুনাম- দিগবিজয়ী কুস্তিগির। 
কুস্তিখেলার মোড়ল সে যে অন্যতম শ্রেষ্ঠ বীর।
হবুও খুব কুস্তি লড়ে কিন্তু সে যে গরীব তাই
মোড়লগণের টপ লিস্টে তাহার ছোট্ট নামটি নাই।
তবুও সে পাঁচটি ম্যাচে গবুর সাথে লড়তে চায়।
হবুটাকি থাকতে আয়ু কুস্তি লড়ে মরতে চায়?
গবুর শরীর চর্বি ভরা কিন্তু হবু হাড্ডিসার।
সবাই ভাবে হবু খেলায় খাবে এবার ভীষণ মার।
খেলার আগে সবার কাছে হবু যেন দুধ-ভাত।
কিন্তু চারটি  ম্যাচে গবু  হবুর কাছে কুপোকাত।
একটি ম্যাচে গবু পেল অনেক অনেক কষ্টে জয়। 
বিশ্ব তখন বুঝে গেল হবু কিন্তু ফেলনা নয়।
হবুর বাড়ি আসার আগে গবুর ছিল গর্ব।
ফিরতি বিমান ধরার পথে সবই হল খর্ব।
(এই ছড়া লিখতে লিখতে বাংলাদেশ জাতীয় 
ক্রিকেট দল অস্ট্রেলিয়াকে পঞ্চম ম্যাচে হারিয়ে ৪-১ এ সিরিজ জিতে নিল। অভিনন্দন টাইগার্স।)