Thursday, April 30, 2020

শাহী জিলাপি

শাহী জিলাপি

প্রতি রমাদানে মজা করে খাই,
এইবার হব খেলাপি?
লক ডাউনের লক খুলে দাও,
খাব আমি শাহী জিলাপি।
একদিন ঠিক মরেই যাব,
কিন্তু মরার আগে
শাহী জিলাপির প্যাঁচ খুলে খাব
ভাবতেই ভালো লাগে।
শাহী জিলাপির শাহী শাহী রস,
আহ! কি দারুন স্বাদ।
করোনার ভয়ে এই আইটেম
ইফতারে দেব বাদ?
মরণ-বাচন খোদার হাতে
ছোটকাল থেকে জানি।
করোনা কালেও ভীড় করে তাই
শাহী জিলাপি আনি।
আজ মরলে কাল দুই দিন,
জীবনটা খুব খেলো।
সেই জীবনে শাহী জিলাপি
দেবদূত হয়ে এলো।
করোনায় যদি মারা যাই তবে
বাড়বে একটা লাশ।
শাহী জিলাপি খাওয়ার পরেই
কোভিডে কাড়ুক শ্বাস।

Monday, April 27, 2020

Phost of ghost

Too much information
makes a head dull.
We browse this and that
and what we get is null.
So stay home- bound
to stay safe and sound
and trust not every post.
Believe in humanity,
not in ghost.

Sunday, April 26, 2020

বৃষ্টি, মহামারি ও মহাক্ষুধা

আজি মেঘের গর্জনে
আকাশের ঝরে জল;
মানুষের নয়নেও
টপটপ পড়ে জল।
দেশে দেশে মহামারি,
মহা ক্ষুধা পেটে পেটে;
নেই কোন সমাধান
হাজারও বিধান ঘেঁটে।
আজ হার মানে বিজ্ঞান,
হার মানে যুক্তি;
ওহে খোদা দয়াময়,
তোমাতেই মুক্তি।

Saturday, April 18, 2020

বোগাস, রাবিশ সিম

বোগাস, রাবিশ সিম একটা,
Skitto তার নাম;
অল্প টাকায় এম বি দিলেও
হয় না কোন কাম।
গ্রামীণ ফোনের ভাঁওতাবাজি-
ওয়েটিং আর লেট;
ইচ্ছা করে আছড়ে ভাঙি
আমার সাধের সেট।
কিন্তু সেটের দোষ কোন নাই,
দোষ যত সব সিমে;
মাগনা  দিলেও লাভ কি বল
)এমন ঘোড়ার ডিমে?

Thursday, April 16, 2020

চোরনামা

দেশে নাই কম চোর-
আছে বহু গম চোর।
আছে চাল, চিনি চোর,
বড় চোর, 'মিনি' চোর।
আছে নয়া তেল চোর,
বাস, ট্রাক, রেল চোর।
টিভি শোতে কথা চোর,
কেউবা অযথা চোর।
রিলিফের টিন চোর-
বাড়ে প্রতিদিন চোর।
 ভিজিএফ কার্ড চোর-
এরা খুব হার্ড চোর।
ডান-বাম নীতি চোর,
অপরের গীতি চোর।
ফেসবুকে লেখা চোর,
অজনা, অদেখা চোর।
শ্রমিকের ঘাম চোর,
পণ্যের দাম চোর।
ওজনের মাপ চোর,
ছেলে চোর, বাপ চোর।
সামাজিক ভাতা চোর,
এক্সামে খাতা চোর।
নদী-জমা বালু চোর,
বাপ, চাচা, খালু চোর।
সরকারি রড চোর,
সব বেটা 'ফ্রড', চোর।
আরও আছে ভূমি চোর
সাধু, মৌসুমি চোর।
সরকারি কাজ চোর-
এত কেন আজ চোর?
পুরাতন ভাত চোর,
সিঁধকাটা জাত চোর
নেই আজ ফর্মে;
সমাজের ডিজাইন
দেখে দেয় রিজাইন
পুরাতন কর্মে।
মাঠ, ঘাট, রাস্তা,
আলু, ডাল, পাস্তা
সবটাই আজ তাই
নব চোর লুটে খায়।
চাউলের একদানা,
পড়ে থাকা চার আনা-
সবটাই খুঁটে খায়।