Thursday, April 16, 2020

চোরনামা

দেশে নাই কম চোর-
আছে বহু গম চোর।
আছে চাল, চিনি চোর,
বড় চোর, 'মিনি' চোর।
আছে নয়া তেল চোর,
বাস, ট্রাক, রেল চোর।
টিভি শোতে কথা চোর,
কেউবা অযথা চোর।
রিলিফের টিন চোর-
বাড়ে প্রতিদিন চোর।
 ভিজিএফ কার্ড চোর-
এরা খুব হার্ড চোর।
ডান-বাম নীতি চোর,
অপরের গীতি চোর।
ফেসবুকে লেখা চোর,
অজনা, অদেখা চোর।
শ্রমিকের ঘাম চোর,
পণ্যের দাম চোর।
ওজনের মাপ চোর,
ছেলে চোর, বাপ চোর।
সামাজিক ভাতা চোর,
এক্সামে খাতা চোর।
নদী-জমা বালু চোর,
বাপ, চাচা, খালু চোর।
সরকারি রড চোর,
সব বেটা 'ফ্রড', চোর।
আরও আছে ভূমি চোর
সাধু, মৌসুমি চোর।
সরকারি কাজ চোর-
এত কেন আজ চোর?
পুরাতন ভাত চোর,
সিঁধকাটা জাত চোর
নেই আজ ফর্মে;
সমাজের ডিজাইন
দেখে দেয় রিজাইন
পুরাতন কর্মে।
মাঠ, ঘাট, রাস্তা,
আলু, ডাল, পাস্তা
সবটাই আজ তাই
নব চোর লুটে খায়।
চাউলের একদানা,
পড়ে থাকা চার আনা-
সবটাই খুঁটে খায়।

0 comments:

Post a Comment