Sunday, April 26, 2020

বৃষ্টি, মহামারি ও মহাক্ষুধা

আজি মেঘের গর্জনে
আকাশের ঝরে জল;
মানুষের নয়নেও
টপটপ পড়ে জল।
দেশে দেশে মহামারি,
মহা ক্ষুধা পেটে পেটে;
নেই কোন সমাধান
হাজারও বিধান ঘেঁটে।
আজ হার মানে বিজ্ঞান,
হার মানে যুক্তি;
ওহে খোদা দয়াময়,
তোমাতেই মুক্তি।

0 comments:

Post a Comment