Sunday, April 20, 2014

জেনিফার মাসির বাঘগুলো

Aunt Jennifer's Tigers
-Adrienne Rich
Aunt Jennifer's tigers prance
across a screen,
Bright topaz denizens of a world of
green.
They do not fear the men beneath
the tree;
They pace in sleek chivalric
certainty.
Aunt Jennifer's fingers fluttering
through her wool
Find even the ivory needle hard to
pull.
The massive weight of Uncle's
wedding band
Sits heavily upon Aunt Jennifer's
hand.
When Aunt is dead, her terrified
hands will lie
Still ringed with ordeals she was
mastered by.
The tigers in the panel that she
made
Will go on prancing, proud and
unafraid.
জেনিফার মাসির বাঘগুলো
অনুবাদক: আল বোরহান
মাসি জেনিফার, বাঘগুলো তার
দাপায় পর্দা জুড়ে,
সবুজ দেশের ঔজ্জ্বল্যে সময় কাটায়
ঘুরে ঘুরে।
ভয় করেনা গাছের নিচে মানব সমাজ
দেখে;
এগিয়ে চলে মধ্যযুগের দৃঢ়
দীপ্তি মেখে।
পশমী কাপড়ে মাসির
আঙ্গুলে কম্পিত বেগে চলে,
আইভারি সুঁচে সেলাইয়ের কাজ কুলায়
না তার বলে।
মেসোর দেয়া বিয়ে-বন্ধনী ভীষন
রকম ভারী,
শক্ত হয়ে চেপে থাকে হাতে প্রবল
প্রতাপ তারি।
মৃত্যু কালেও প্রভু
হয়ে থাকা ভাগ্যলিপির খেলা,
আংটি হয়ে থাকবে হাতে কাপন
জাগাবে মেলা।
কিন্তু পটের বাঘগুলো তার চির
গর্বিত ভাবে,
ভয়-ডরহীন প্রাণের ছোয়ায় শুধুই
এগিয়ে যাবে।

0 comments:

Post a Comment