Sunday, April 20, 2014

সঞ্চারিছ হাজার আশা

সঞ্চারিছ হাজার আশা হে শুভ নববর্ষ,
আশা বিশ্বে আসবে শান্তি, চিত্তে আসবে হর্ষ।
বিগত দিনের গ্লানিময়তায় জীবন হয়েছে তিক্ত;
তোমার নব ঝরনা ধারায় কর এ জীবন সিক্ত।
আত্মভোলা পথিক মোরা পাইনি পথের দিশা,
ঘুরেছি ঘোরের কণ্টক পথে, দেখেছি অমানিশা,
জীবন হয়েছে হতাশায় ভরা নিদারুন একঘেয়ে,
আবার আশায় বাঁধিয়াছি বুক তোমার পানে চেয়ে।
বিশ্বটা আজ ধু ধু বালুচর,অনাকাংখিত খরা;
বৃষ্টি রুপে নেমে এসে তুমি সজীব কর ধরা।
গড় উদ্যান হাজার ফুলের যেথা আছে মরুভূমি;

0 comments:

Post a Comment